For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিশনারকে নকুলদানা খাওয়ানোর কথা বলে নিজেই বিপাকে অনুব্রত! নোটিস গেল তৃণমূলের কাছে

বীরভূমের বিভিন্ন ব্লকে দলীয় সভা করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন 'আইনটা আমি বুঝি। ' এবার সেই আইনি পথে হেঁটেই অনুব্রতর 'নকুলদানা' দাওয়াইয়ের মন্তব্যের জন্য কমিশনের চিঠি গেল তৃণমূলের কাছে।

  • |
Google Oneindia Bengali News

বীরভূমের বিভিন্ন ব্লকে দলীয় সভা করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন 'আইনটা আমি বুঝি। ' এবার সেই আইনি পথে হেঁটেই অনুব্রতর 'নকুলদানা' দাওয়াইয়ের মন্তব্যের জন্য কমিশনের চিঠি গেল তৃণমূলের কাছে। উল্লেখ্য, রাঢ় বাংলার এই দাপুটে তৃণমূল নেতা কিছুদিন আগেই বলেছিলেন ' নির্বাচন কমিশনও নকুলদানা খায়।' এরপরই তা বিষয়টি নজরে আসে কমিশনের।

কমিশন যা জানিয়েছে

কমিশন যা জানিয়েছে

নির্বাচন কমিশন এদিন একটি নোটিস দিয়ে তৃণমূলকে জানিয়েছে, তাঁদের নেতার মন্তব্যে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এটা লজ্জাজনক।

অনুব্রত কী বলেছিলেন?

অনুব্রত কী বলেছিলেন?

এরক আগে এক সভায় অনুব্রত মণ্ডল বলেন,নকুলদানা সবাই খায়। নির্বাচন কমিশন থেকে ডি এম , এসপি সকলেই খান। এটি একবার যে খেয়ে ফেলেন , তিনি বিজেপি, সিপিএম , কংগ্রেস কাউকে ভোট দেননা। তিনি কেবলমাত্র তৃণমূলকেই ভোট দেন।

[আরও পড়ুন:মোদী রাজ্যে লোকসভা ভোট! এই ৭ আসনে লড়াই সহজ নয় বিজেপির][আরও পড়ুন:মোদী রাজ্যে লোকসভা ভোট! এই ৭ আসনে লড়াই সহজ নয় বিজেপির]

বিতর্কে অনুব্রত

বিতর্কে অনুব্রত

উল্লেখঅয, এর আগে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বার বার বিরোধীদের ওপর হামলার ডাক খোলাখুলিই দিয়েছেন বীরভূমের এই দাপুটে নেতা। এবার লোকসভা নির্বাচনের মুখেই ফের বিতর্কে উঠে এলেন তিনি।'পাঁচন,. 'গুড়বাতাসা'র পর এই বারের ভোটে তাঁর দাওয়াই নকুলদানা।

[আরও পড়ুন: নিজের গড় গুজরাত থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না মোদী! কী ঘটছে পদ্মশিবিরে][আরও পড়ুন: নিজের গড় গুজরাত থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না মোদী! কী ঘটছে পদ্মশিবিরে]

English summary
Election comission sends notice to TMC over Anubrata Mondal comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X