For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) মমতার টক্করে আজ রাজ্যে নির্বাচনী প্রচারে একদিকে অমিত শাহ, অন্যদিকে রাহুল-বুদ্ধ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৭ এপ্রিল : নির্বাচন এখন প্রায় শেষ পর্যায়। তবে আসন্ন দফার ভোট যে গুরুত্বের ভারে অনেকটা এগিয়ে তা আলাদা করে বলে দিতে হয়না না। এই দফাতেই ভোটপ্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে দক্ষিণ কলকাতার 'টিপ-টপ'শহুরে ভোটারের বিশ্বাস শাসক দল কতটা ধরে রাখতে পেরেছে বা আদৌ ধরে রাখতে পেরেছে কি না তা বুঝিয়ে দেবে এই দফার দক্ষিণ কলকাতার ভোট।

আর সেই অভিজাত শহুরে ভোটারদেরকে নিজেদের দিকে টানার চেষ্টায় আজ মাঠে নামছেন বিজেপি এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।[মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবছর নির্বাচনে হেরে গেলে কী হতে পারে?]

আজ রাজ্যে নির্বাচনী প্রচারে একদিকে অমিত শাহ, অন্যদিকে রাহুল-বুদ্ধ

ভোটের প্রচারে একাধিকবার বাংলায় সভা করেছেন কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীকে। জোটের দয়ায় কখনও রাহুল-সনিয়ার সভায় দেখা মিলেছে সুজন চক্রবর্তীর মতো হেভিওয়েট সিপিএম প্রার্থী, অঞ্জন বেরা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো বাম নেতাদের। কিন্তু আজ, রাজ্যে রাহুলের মঞ্চে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রায় অবসরে চলে যাওয়া বঙ্গ বাম ব্রিগেডের সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিহাস ভুলে নতুন ইতিহাস তৈরি করবে বাম-কং এই সখ্য।

পার্ক সার্কাসের জনসভায় একই মঞ্চ থেকে হাতে হাত ধরে মমতাকে আক্রমণ শানাবে কং-বাম রাহুল-বুদ্ধ। পার্ক সার্কাসের পাশাপাশি এদিন ভগবানপুর ও বজবজেও সভা করবেন রাহুল গান্ধী।

অন্যদিকে নির্বাচন উপলক্ষে আজই রাজ্যে প্রচারে আসছেন বিজেপির সভাপতি অমিত শাহ। ডায়মণ্ড হারবারের সরিষা ময়দানে বিকেল ৩টেয় সভা করে সোজা চলে যাবেন মমতার কেন্দ্র ভবানীপুরে। বিকেল সাড়ে পাঁচটায় মমতার গড়ে দাঁড়িয়ে মমতাকে আক্রমণ করার পাশাপাশি জোট নিয়েও কটাক্ষ করতে ছাড়বেন না অমিত শাহ।

এখন দেখার, শেষ মুহূর্তে রাহুলের হাত ধরে বুদ্ধর জোট সমর্থনে সামনে আসা, ভোটবাক্সে কোনও প্রভাব ফেলতে পারে কি না।

English summary
for election campaign Amit Shah's rally in Bhabanipur, and on the other hand Rahul-budhha will attack Mamata from Park Circus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X