For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অষ্টম দফার ভোট পর্বের ৩৫ টি হাইভোল্টেজ আসনে শেষ লোকসভা ভোটে কাদের দাপট ছিল, একনজরে কিছু তথ্য

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম দফায় ৩৫ আসনে ২০১৯ লোকসভা ফলাফলের নিরিখে কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই বিধানসভা নির্বাচন পর্বের 'ভোটাষ্টমী'। রাজ্যের এই শেষ দফা ভোট সম্পন্ন হতেই সামেন আসবে 'বুথ ফেরৎ' সমীক্ষা নিয়ে নানান মাধ্যমের বহু তথ্য। ২ রা মের দিকে অধীর আগ্রহে যেভাবে বাংলা কৌতূহলের নজরে তাকিয়ে রয়েছে, সেই জল্পনায় খানিকটা ধোঁয়া তুলতে পারে সেই সমীক্ষার ফলাফল। এদিকে, তার আগে দেখা যাক, ২০১৯ লোকসভা ভোটের নিরিখে বাংলার ৩৫ আসনের কোন কোন এলাকায় কোন পার্টির দাপট ছিল চোখে পড়ার মতো।

'ভোটাষ্টমীর' নির্ঘণ্ট

'ভোটাষ্টমীর' নির্ঘণ্ট

বাংলার ২০২১ ভোটের শেষ দফার ভোটগ্রহণ পর্ব ২৯ এপ্রিল। ভোট উৎসবের এই 'অষ্টমী' তে ৪ জেলার ৩৫ আসনের 'হটসিটে' বসতে চলেছেন প্রার্থীরা। তাঁদের ভাগ্য পরীক্ষা আগামীকালই। শেষ দফার ভোট রয়েছে মালদহ জেলার ৬টি আসন (বিধানসভা কেন্দ্র ৪৯ থেকে ৫৪),মুর্শিদাবাদ জেলার ১১টি আসন (বিধানসভা কেন্দ্র ৬৬ থেকে ৭৬),
বীরভূম জেলার সব আসন (বিধানসভা কেন্দ্র ২৮৪ থেকে ২৯৪),কলকাতা উত্তরের সব আসন (বিধানসভা কেন্দ্র ১৬২ থেকে ১৬৮)।

 রাত পোহালেই কোথায় ভোট

রাত পোহালেই কোথায় ভোট

রাত পোহালেই ভোট সম্পন্ন হবে, মানিকচক, মালদহ (এসসি), ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, খড়গ্রাম (এসসি), বড়ঞা (এসসি), কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া, দুবরাজপুর (এসসি), সিউড়ি, বোলপুর, নানুর (এসসি), লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই আসনে।

 মালদা ও ২০১৯ লোকসভা ভোট

মালদা ও ২০১৯ লোকসভা ভোট

২০১৯ সালে দক্ষিণ মালদার মানিকচকে বিজেপি এগিয়ে যায়, ইংলিশবাজারে বিজেপি লিড পায়। এদিকে, মোথাবাড়িতে কংগ্রেস, সুজাপুরেও কংগ্রেস গড় ধরে রাখে। বৈষ্ণবনগরে বিজেপি দাপট দেখায়। মালদা উত্তর লোকসভা আসনে বিজেপির গেরুয়া নিশান দাপটে ওড়ে।

অধীরগড় মুর্শিদাবাদ ও বিগত লোকসভা ভোটের ফলাফল

অধীরগড় মুর্শিদাবাদ ও বিগত লোকসভা ভোটের ফলাফল

অধীরগড় মুর্শিদাবাদে রাত পোহালেই ভোট যুদ্ধ। সেখানের বহরমপুর লোকসভা আসন থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে বড়ঞা, কান্দি, ভরতপুর কংগ্রেস দখলে রেখেছিল। রেজিনগর থেকে লিড নেয় তৃণমূল। এদিকে অধীরভূম বহরমপুর সাম্রাজ্য দখলে রেখে দেয় ২০১৯ লোকসভার তীব্র মোদী ঝড়েও। সেখানে লিডে ছিল কংগ্রেস।এছাড়া, নওদা, বেলডাঙায় তৃণমূল এগিয়ে যায়। এদিকে মুর্শিদাবাদ লোকসভা আসনে হরিহর পাড়া, জোমকল, জলঙ্গি, তিন জায়গাতেই তৃণমূলে এগিয়ে যায়।

কলকাতার হাইভোল্টেজ আসন ও বিগত লোকসভা ভোটের ফলাফল

কলকাতার হাইভোল্টেজ আসন ও বিগত লোকসভা ভোটের ফলাফল

কলকাতা উত্তরের চৌরঙ্গি , এন্টালি, বেলেঘাটায় তৃণমূল গড় ধরে রাখে। এদিকে জোড়াসাঁকোয় বিজেপির দাপট দেখা যায়। শ্যামপুকুরে বিজেপি লিড নিয়ে নেয়। মানিকতলায় তৃণমূল এগিয়ে যায়, কাশীপুর বেলগাছিয়াতেও তৃণমূল এগিয়ে যায়।

 অনুব্রত গড় বীরভূম ও বিগত লোকসভা ভোটের ফলাফল

অনুব্রত গড় বীরভূম ও বিগত লোকসভা ভোটের ফলাফল

অনুব্রত মণ্ডলের গড় হিসাবে পরিচিত বীরভূমের বহু জায়গায় রাত পোহালেই ভোট। প্রসঙ্গত, দিনভর কমিশনকে নাজেহাল করে 'নজরবন্দি' অনুব্রত মণ্ডল তারাপীঠে আত্মপ্রকাশ করে খবরের নজর কেড়েছেন। এদিকে, বিগত লোকসভা ভেটে এই বীরভূমের দুবরাজপুর, সিউড়ি, হাসন, নালহাটি, মুরারইতে তৃণমূল লিড নিয়ে অনুব্রতর নেতৃত্বের দাপট বুঝিয়ে দেয়। এদিকে, সাঁইথিয়া, রামপুরহাট, সিউড়ির মতো জায়গায় তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে যায় বিজেপি।

English summary
Eighth Phase of West Bengal Assembly Poll, know which party took lead in 35 constituency during Loksabha vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X