For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থানাসহ কসবায় বাড়ছে করোনা আক্রান্ত, স্যানিটাইজেশনের কাজ পুরসভার

করোনার থাবায় একসঙ্গে আক্রান্ত ৭ জন পুলিশকর্মী সহ ১ জন সিভিক ভলান্টিয়ার। তারপরই জীবাণুমুক্ত প্রক্রিয়া শুরু হয়েছে গোটা কসবা চত্বর জুড়ে।

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

করোনার থাবায় একসঙ্গে আক্রান্ত ৭ জন পুলিশকর্মী সহ ১ জন সিভিক ভলান্টিয়ার। তারপরই জীবাণুমুক্ত প্রক্রিয়া শুরু হয়েছে গোটা কসবা চত্বর জুড়ে। এদিন ৬৭ নম্বর ওয়ার্ডের বিবি চ্যাটার্জি রোডের বিভিন্ন আবাসন এবং বাড়িতে স্যানিটাইজেশনের কাজ হয়।

জানা গিয়েছে, শনিবারই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কসবা থানার ৮ কর্মী। আক্রান্তদের মধ্যে ১ জন সাব ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্স সাব ইন্সপেক্টর, ২ জন কন্সটেবল ও ১ জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন।

করোনার থাবা কসবা থানায়, করোনা আক্রান্ত ৭ জন পুলিশকর্মী ও ১ জন সিভিক ভলান্টিয়ার

এদিন তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে, এর জন্য থানা বন্ধ রাখা হয়নি। সমস্ত কাজ বহাল রাখা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। অন্যদিকে, শনিবার থেকেই সেখানে চলছে স্যানিটাইজেশনের কাজ। রবিবার সকাল হতে না হতেই কলকাতা পুরসভার উদ্যোগে কসবার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জীবাণুমুক্ত কাজ।

এদিন বিবি চ্যাটার্জি রোড, কসবা বাজার, বোসপুকুর সহ থানা পার্শ্ববর্তী একাধিক এলাকায় ঘুরে ঘুরে সেনিটেশন অভিযান চালালেন পুরকর্মী ও দমকলকর্মীরা। স্যানিটাইজেশন কাজে সাড়া পেলেন বিপুল। তার কাজে এগিয়ে এলেন স্থানীয়রাও।

করোনার থাবা কসবা থানায়, করোনা আক্রান্ত ৭ জন পুলিশকর্মী ও ১ জন সিভিক ভলান্টিয়ার

প্রসঙ্গত, কলকাতায় খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। কলকাতা পুলিশে ইতিমধ্যে ৫৫০ জনের কাছাকাছি সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাই কন্টেনমেন্ট জোনগুলির পাশাপাশি শহরের বাকি এলাকার কী পরিস্থিতি, তা খতিয়ে দেখতে শুরু করেছে লালবাজার। সূত্রের খবর, শহরের যে সমস্ত ঘিঞ্জি এলাকায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, সেই সব এলাকা সম্পর্কে তথ্য জোগাড় করে তা বিশ্লেষণ করতে অফিসারদের নির্দেশ দিয়েছে লালবাজার। ওই তথ্যের ভিত্তিতে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আরও কিছু এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায় আনা হবে।

পাশাপাশি জীবাণুমুক্ত কাজ চালাবে কলকাতা পুরসভা। এর আগেও করোনা ঠেকাতে কলকাতা শহরকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভার প্রত্যেকটি এলাকায় এলাকায় কাউন্সিলর ও জনপ্রতিনিধি দের নির্দেশ দেওয়া হয়েছিল এলাকায় মানুষকে সচেতন ও তার পাশাপাশি নিজের এলাকা পরিষ্কার রাখতে তাদেরকেই উদ্যোগ নিতে বলা হয়েছিল। সেইমতো তিন দিন ধরে কসবার এলাকাতেও জীবাণুমুক্ত কাজ চালান পুরো প্রতিনিধিরা।

আপনিই হোন গ্রিন গার্ডিয়ান! অরণ্য সপ্তাহে অভিনব প্রচার সিপিএম-এর যুব সংগঠনেরআপনিই হোন গ্রিন গার্ডিয়ান! অরণ্য সপ্তাহে অভিনব প্রচার সিপিএম-এর যুব সংগঠনের

English summary
Eight police workers of Kasba PS are affected in Conrona positive.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X