For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিম মেদিনীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভরসা এখন ডিম-কলা

চাল বাড়ন্ত তাই শিকেয় উঠেছে রান্নার পাট। পড়ুয়াদের ডিম আর কলা দিয়েই পেট ভরাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের আদসিমলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা।

Google Oneindia Bengali News

চাল বাড়ন্ত তাই শিকেয় উঠেছে রান্নার পাট। পড়ুয়াদের ডিম আর কলা দিয়েই পেট ভরাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের আদসিমলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা। এক দুিদন নয় এই অবস্থা চলছে প্রায় এক সপ্তাহ ধরেই।

পশ্চিম মেদিনীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভরসা এখন ডিম-কলা

পড়ুয়ারা এলেও তাঁদের হাতে ভাতের বদলে তুলে দেওয়া হচ্ছে ডিম আর কলা। কেন্দ্রের কর্মী গায়ত্রী বেরা জানিয়েছেন, গত কয়েকদিন হল চাল শেষ হয়ে গিেয়ছে। তাই বাকি সব কিছু থাকলেও রান্না করা যাচ্ছে না। চাল না আসা পর্যন্ত এই অবস্থাই চলবে বলে জানিয়েছেন তিনি।

চাল যে ফুরিেয় গিয়েছে সেটা জানানো হয়েছে বিভাগীয় প্রধানকে। এখন যতক্ষণ না চাল এসে পৌঁছচ্ছে ততক্ষণ রান্ন করা খাবার দেওয়া যাচ্ছেনা ছোট্ট পড়ুয়াদের। যদিও শুধু অউ আদসিমলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র নয় এরকম খাবার না থাকার ঘটনা ঘটছে পশ্চিম মেদিনীপুরের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

English summary
Eggs and bananas are now distributed Anganwadi Center in West Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X