For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ! স্কুল, কলেজ খোলা নিয়ে কোন বার্তা পার্থর

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ! স্কুল, কলেজ খোলা নিয়ে কোন বার্তা পার্থর

  • |
Google Oneindia Bengali News

'নিউ নির্মালেই খুলে যাবে রাজ্যের স্কুলগুলো। তবে সেই দিনক্ষণ ঠিক কবে তা এখনও পর্যন্ত স্থির করে উঠতে পারেনি রাজ্য স্কুল শিক্ষা দফতর।' করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। নিউ নর্মালে অনেক কিছু খুললেও স্কুল-কলেজ এখনও খোলেনি। সেই পরিস্থিতিতে কবে তা খুলবে সেই প্রশ্ন রয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। রবিবার সেই প্রশ্নের জবাবেই একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ! স্কুল, কলেজ খোলা নিয়ে কোন বার্তা পার্থর

এদিন পার্থবাবু আরও বলেন, 'স্কুল-কলেজ স্যানিটাইজেশনের কাজ চলছে। তারপর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই তা করতে হবে। তবে নিউ নির্মালেই খুলে যাবে রাজ্যের স্কুলগুলো। তবে সেই দিনক্ষণ ঠিক কবে তা এখনও পর্যন্ত স্থির করে উঠতে পারেনি রাজ্য স্কুল শিক্ষা দফতর।'

তাঁর বক্তব্য, 'স্কুল, কলেজ খুললেই হবে না। ছাত্রছাত্রীরা যাতে আক্রান্ত না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্য স্কুল খুলেছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে। তাই শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও দেখা জরুরি বলেই জানিয়েছেন পার্থবাবু। গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে তাই প্রযুক্তির দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য।'

এদিকে টেট এবং এসএসসি-তে উত্তীর্ণ রাজ্যের প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের বিক্ষিপ্ত আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'এসএসসি চাকরিপ্রার্থীদের হাইকোর্টের নিয়ম অনুযায়ী নিয়োগ হবে। শিক্ষা দপ্তর এবং বোর্ড হাই কোর্টের নিয়ম অনুযায়ী কাজ করছে। তাই অযথা বিক্ষোভ দেখিও কিছু করা যাবে না।'

এদিন তিনি জানিয়ে দেন, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের স্কুলগুলিতে সাঁওতালি ভাষার (অলচিকি হরফ) ৪৭৫ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ৩১ জানুয়ারির টেট নিয়ে শিক্ষামন্ত্রী জানান, ১৬৫০০ শূন্যপদে নিয়োগের জন্য ওই দিন রাজ্যের ২২টি কেন্দ্রে নেওয়া হবে অফলাইন পরীক্ষা। অর্থাৎ পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষায় বসতে হবে আবেদনকারীদের। পরীক্ষা চলবে দুপুর ১ টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত।

এদিনের পরীক্ষায় বসতে চলেছেন আড়াই লক্ষ আবেদনকারী। করোনা পরিস্থিতিতে অফলাইন পরীক্ষা নেওয়ার জন্য থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা। তাই অনেক আগে থেকে নির্দিষ্ট ২২ টি কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে তারা স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজেশন-সহ একাধিক যাবতীয় পরিচ্ছন্নতার বন্দোবস্ত করতে পারে।

যাচ্ছেন না মমতার সভায়! কারণ জানিয়ে বিস্ফোরক শিশির অধিকারীযাচ্ছেন না মমতার সভায়! কারণ জানিয়ে বিস্ফোরক শিশির অধিকারী

English summary
Education minister Partha Chatterjee says, schools will be open in new normal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X