রাজ্যে কবে খুলবে স্কুল, আনলক ৫-এ স্পষ্ট ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
করোনার ঢেউ আছড়ে পড়ার পর থেকেই লকডাউন শুরু হয়েছে। মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের স্কুল-কলেজ। এখন করোনা সংক্রমণ রাজ্যে তথা দেশে বেড়ে চললেও, লকডাউন পর্ব পেরিয়ে বর্তমানে চলছে আনলক-৫। এই আনলক ফাইভে স্কুল খোলা নিয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আনলক ফাইভে কি খুলবে স্কুল
মার্চ মাস থেকে বন্ধ স্কুল। অভিভাবকরা মনে করেছিলেন আনলক ফাইভে স্কুল খুলতে পারে। শুরু হতে পারে পঠন-পাঠন। কিন্তু এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ ব্যাপারে ধারণা স্পষ্ট করে দিয়েছেন। এখনও ঘোষণা না হলেও, তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত আনলক ফাইভে অর্থাৎ অক্টোবরে কী হতে পারে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।

স্কুল খোলার সিদ্ধান্ত প্রসঙ্গে পার্থ
স্কুল খোলার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এখন পুজোর মাস চলছে। ফলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ পুজোর মাসে স্কুল খুলছে না। তিনি জানান, পুজোর পর সরকার সবদিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি তৈরি হবে। স্বাস্থ্যবিধির রূপরেখা তৈরি করেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

গাইডলাইন তৈরির পর খুলবে স্কুল
পার্থ চট্টোপাধ্যায়ের এই কথায় স্পষ্ট হয়ে গিয়েছে এখনই স্কুল খুলছে না। স্কুল খোলার আগে স্বাস্থ্যবিধি তৈরি হবে। অর্থাৎ সেই গাইডলাইন এখন তৈরিই হয়নি। গাইডলাইন তৈরির পর স্কুল খুলবে সরকার। ফলে টানা অষ্টম মাসেও স্কুল বন্ধ থাকছে। উৎসবের মরশুম কাটতে কাটতে নভেম্বর চলে যাবে। ফলে যা হবে সেই ডিসেম্বরে।

১৫ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া
এই পরিস্থিতিতে মাধ্যমিক উত্তীর্ণরা ভর্তি হতে পারছেন না স্কুলে। অনলাইনে তাদের ভর্তি প্রক্রিয়া চলছে। সেই ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া আরও ১৫ দিন বাড়ানো হচ্ছে। অর্থাৎ ১৫ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া।
রাহুল-পর্বের পর আদি নেতারা অসহায় বোধ করছেন বিজেপিতে, বাড়ছে ক্ষোভ