For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাভারত-শকুন্তলা পড়ার নিদান কেন্দ্রের, খসড়ার চিঠি পেয়েই জরুরি বৈঠকে পার্থ

কেন্দ্র সরকার যে খসড়া পাঠ্যক্রম দিয়েছিল রাজ্য সরকারকে, তাতে উল্লেখ করা হয়েছিল মহাভারত ও শকুন্তলা অবশ্য পাঠ্য। তার নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈ

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

কেন্দ্র সরকার যে খসড়া পাঠ্যক্রম দিয়েছিল রাজ্য সরকারকে, তাতে উল্লেখ করা হয়েছিল মহাভারত ও শকুন্তলা অবশ্য পাঠ্য। তার নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। প্রত্যেক উপাচার্যকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে এবং তাদের নোট অথবা তাদেরকে কী চিন্তা-ভাবনা, তা জানাতে।

মহাভারত-শকুন্তলা পড়ার নিদান কেন্দ্রের, জরুরি বৈঠকে পার্থ

পার্থ চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রকে জবাব দেবে রাজ্য সরকার। কোনো বিশ্ববিদ্যালয়ে ফাঁকা সিট রাখা চলবে না। মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের নিয়োগ করতে হবে। গেস্ট লেকচারার হিসেবে সরকারের সঙ্গে কথা না বলে নিয়োগ করা যাবে না বলে আলোচনা হয়।

এদিন বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, যেকোনও ইনস্টিটিউটে গেস্ট টিচার বা লেকচারার নিয়োগ করতে গেলে সরকারের পরামর্শ নিতে হবে। শিক্ষা দফতরের থেকে অনুমোদন নিয়ে তারপরেই নিয়োগ করা যাবে বলে জানান তিনি।

English summary
Education minister Partha Chatterjee discusses with VC on central syllabus which draft is sent in State by central government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X