For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে 'দুর্নীতি'! উৎসবের মরশুমেই তলব তৃণমূল বিধায়ক ও আধিকারিকদের

মেট্রো ডেয়ারি নিয়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীরে অভিযোগের প্রেক্ষিতে এবার তৃণমূল বিধায়ক পরশ দত্তকে তলব করল ইডি। ১৬ অক্টোবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

মেট্রো ডেয়ারি নিয়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীরে অভিযোগের প্রেক্ষিতে এবার তৃণমূল বিধায়ক পরশ দত্তকে তলব করল ইডি। ১৬ অক্টোবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি শেয়ার বিক্রির প্রক্রিয়ায় যুক্ত ২ সরকারি আধিকারিককেও তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

তৃণমূল বিধায়ক পরশ দত্তকে ইডির তলব

তৃণমূল বিধায়ক পরশ দত্তকে ইডির তলব

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় ইডি তলব করেছে তৃণমূল বিধায়ক পরশ দত্তকে। তিনি রাজ্যের মিল্ক ফেডারেশনের চেয়ারম্যান। যেই সময় সরকার মেট্রো ডেয়ারি বেসরকারি হাতে তুলে দিয়েছিল, সেই সময় মেট্রো ডেয়ারির চেয়ারম্যান পদে ছিলেন পরশ দত্ত।

 ইডির নজরে আরও ২ সরকারি আধিকারিক

ইডির নজরে আরও ২ সরকারি আধিকারিক

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে ইডির নজরে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ২ শীর্ষ আধিকারিক। সূত্রের খবর অনুযায়ী, ১৪ অক্টোবর ইডি ডাকতে পারে মিল্ক ফেডারেশনের ম্যানেজার তাপস করকে। আর পরেরদিনই ইডি ডাকতে পারে দেবব্রত চক্রবর্তীকে। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের সময় এমডির দায়িত্বে ছিলেন এই দেবব্রত চক্রবর্তী। তিনি বর্তমানে প্রাণী সম্পদ বিকাশ দফতরের সচিব পদে রয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে দুই আধিকারিকের লিখিত জবাব সন্তোষজনক মনে হয়নি ইডির আধিকারিকদের।

পরেশ দত্তের সাফাই

পরেশ দত্তের সাফাই

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল বিধায়ক পরশ দত্তের দাবি, শেয়ার বিক্রি করা হয়েছিল প্রক্রিয়া মেনেই। সরকারের তরফ থেকে তাদের শেয়ার ক্যাভেন্টার্সকে বিক্রি করা হয়েছিল। এরপর তারা দ্বিতীয় এক সংস্থাকে শেয়ার বিক্রি করে। সরকারের কাজে ভুল নেই বলেও দাবি করেছেন তিনি। পরশ দত্ত বলেছেন, মেট্রো ডেয়ারির সম্প্রসারণের জন্য ক্যাভেন্টার্স ২০০ কোটি টাকা ঢালার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব মানতে ফেডারেশনকে ১০০ কোটি টাকা ঢালতে হত। কিন্তু সেই টাকা না থাকাতেই শেয়ার বিক্রি করতে হয়েছে।

মেট্রো ডেয়ারি নিয়ে অধীর চৌধুরীর অভিযোগ

মেট্রো ডেয়ারি নিয়ে অধীর চৌধুরীর অভিযোগ

মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে সরকারের অন্তত ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর পিছনে দুর্নীতির অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিলে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অভিযোগ পত্রে অধীর বলেছিলেন মেট্রোতে ৪৭ শতাংশের অংশীদার ছিল মিল্ক ফেডারেশন। বেসরকারি সংস্থা ক্যাভেন্টার্সকে ৮৫ কোটি টাকার শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই তার মধ্য়ে থেকে ১৫ শতাংশ শেয়ার ১৭০ কোটিতে কিনে নিয়েছিল সিঙ্গাপুরের একটি সংস্থা। কংগ্রেস সাংসদের অভিযোগ ছিল এই প্রক্রিয়ায় সরকারের অন্তত ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সব্যসাচীর, 'আপদ বিদায়’ সেলিব্রেশনে মাতল নিউটাউনতৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সব্যসাচীর, 'আপদ বিদায়’ সেলিব্রেশনে মাতল নিউটাউন

English summary
ED summons TMC MLA Parosh Dutta in Metro Dairy share handover case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X