For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থর দাবির উল্টো প্রমাণ ইডির হাতে! গ্রেফতারের আগে অর্পিতার জন্য দুটি বিলাসবহুল গাড়ি বুক তৃণমূল নেতার

পার্থর দাবির উল্টো প্রমাণ ইডির হাতে! গ্রেফতারের আগে অর্পিতার জন্য দুটি বিলাসবহুল গাড়ি বুক তৃণমূল নেতার

Google Oneindia Bengali News

রবিবার ইডির (ED) তরফে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষর জন্য। সেখানে পার্থ চট্টোপাধ্যায় বারে বারে দাবি করেছেন, যে টাকা পাওয়া গিয়েছে
তা তাঁর নয়। বিষয়টিতে ফের একবার ষড়যন্ত্র বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে ইডির সূত্রের দাবি, গ্রেফতার হওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য দুটি বিলাসবহুল গাড়ি (car) বুক করেছিলেন। যার জন্য অগ্রিম অর্থও জমা দেওয়া হয়েছিল।

পার্থ চট্টোপাধ্যায়ের দাবি

পার্থ চট্টোপাধ্যায়ের দাবি

আগের দিন পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সঠিক, সঙ্গে তিনি ষড়যন্ত্রেরও অভিযোগ করেছিলেন। রবিবার ফের একবার পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের অভিযোগ করলেন। বললেন সময় এলেই বুধতে পারবেন। পাশাপাশি উদ্ধার হওয়া টাকা কার, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই টাকা তাঁর নয়। তাঁর কোনও টাকা নেই। পাশাপাশি তিনি প্রশ্নের উত্তরে জানান, শরীর একেবারেই ভাল নেই।

দুটি গাড়ি ছিল অর্পিতার

দুটি গাড়ি ছিল অর্পিতার

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইডির আধিকারিকরা জানিয়েছেন, ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে বাইরে কোথাও গেলে, যেসব গাড়ি ব্যবহার করা হত তা, ডায়মন্ড সিটি সাউথের পার্কিং লট থেকে উধাও হয়ে গিয়েছে। তবে মোট চারটি গাড়ির মধ্যে
দুটি গাড়ি একটি মার্সিডিট এবং একটি মিনি কুপার ছিল অর্পিতার নামে। এই দুটি গাড়িই মূলত ব্যবহার করতেন অর্পিতা। গাড়ি চালাতেন ঠাকুরপুকুরের প্রণব ভট্টাচার্য এবং অর্পিতার বোনের স্বামী কল্যাণ ধর।

অর্পিতাকে গাড়ি উপহার

অর্পিতাকে গাড়ি উপহার

পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, দুটি গাড়ির মধ্যে একটি পার্থ চট্টোপাধ্যায় উপহার দিয়েছিলেন অর্পিতাকে। যার জেরে ইডির আধিকারিকরা মনে করছেন, আগেও পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে গাড়ি কিনতে সাহায্য করেছিলেন।

 গ্রেফতারের আগে দুটি গাড়ি বুক করা হয়

গ্রেফতারের আগে দুটি গাড়ি বুক করা হয়

ইডির তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার মুখোপাধ্যায়ের জন্য দুটি বিলাসবহুল গাড়ি বুক করেছিলেন। তার জন্য অগ্রিম অর্থও জমা দেওয়া হয়েছিল। টাকার লেনদেন হয়েছিল ভুয়ো কোম্পানির
মাধ্যমে। গাড়ি দুটি ওই ভুয়ো কোম্পানির নামে বুক করা হয়েছিল। তবে তা হাতে আসার আগেই পার্থ-অর্পিতাকে গ্রেফতার করা হয়।
এসএসসির শিক্ষক নিয়োগে অনিসমের অভিযোগের তদন্তে নেমে ইডি অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা নগদে উদ্ধার করেছে। এর জেরে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার
কথা জানান। অন্যদিকে, তৃণমূলও পার্থ চট্টোপাধ্যায়কে সব দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছে।

 'টাকা আমার নয়, সময় এলেই বোঝা যাবে' জোকা ESI-এ ঢোকার পথে বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের 'টাকা আমার নয়, সময় এলেই বোঝা যাবে' জোকা ESI-এ ঢোকার পথে বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

English summary
ED sources says TMC's Partha Chatterjee has booked two new luxury cars for Arpita Mukherjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X