For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ কোটির হিসাব পেতে মানিক ঘনিষ্ঠ তাপসকে ফের জেরা ইডির! নজরে একাধিক ডি-এলএড কলেজ

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আরও গভীরে পৌঁছতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! আর সেজন্যেই মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ' তাপস মণ্ডলকে ফের একবার জেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আজ শনিবার ফের তাঁকে তলব করা হয়। সেই মতো দুপুরেই

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আরও গভীরে পৌঁছতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! আর সেজন্যেই মানিক ভট্টাচার্যের 'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলকে ফের একবার জেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আজ শনিবার ফের তাঁকে তলব করা হয়। সেই মতো দুপুরেই তাপসবাবু ইডির দফতরে পৌঁছে যান। এই মুহূর্তে সেখানেই মানিক 'ঘনিষ্ঠ' তাপসকে জেরা করছেন তদন্তকারীরা।

নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে ইতিধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। আর এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ঘনিষ্ঠ তাপসকে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তদন্তকারীদের হেফাজতে মানিক ভট্টাচার্য। তাঁকে কয়েক দফাতেও জেরাও করা হয়েছে।

 একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। আর সেই তদন্তে নেমে ডি-এলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তি নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে আসে ইডির আধিকারিকদের। জানা যায়, মোটা অঙ্কের বিনিময়ে একের পর এক ছাত্রদের ভর্তি করা হয়েছে। যদিও এই বিষয়ে ইতিমধ্যে তাপসকে একাধিকবার জেরা করেছে ইডি। সম্প্রতি বেশ কয়েকজনকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারীদের। অফলাইনে ছাত্র ভর্তি নিয়ে মোট ২১ কোটি টাকা তোলা হয়েছিল বলেও জানতে পারেন তদন্তকারীরা।

ফের কিছু তথ্য চান ইডি আধিকারিকরা।

ফের কিছু তথ্য চান ইডি আধিকারিকরা।

আর সেই টাকা কীভাবে এবং কোথায় পৌঁছত সেই বিষয়েই ফের কিছু তথ্য চান ইডি আধিকারিকরা। আর সেই কারনেই ফের একবার মানিক ঘনিষ্ঠকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, মানিক-পুত্র শৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গেও বেশ কিছু বেসরকারি বিএড, ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য চুক্তি হয়। আর সেই চুক্তির পরিমাণ ২.৬৪ কোটি টাকা। আর সেই বিষয়েও তাপসকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

 একাধিক বিড কলেজ এবং সংস্থা ইডির নজরে

একাধিক বিড কলেজ এবং সংস্থা ইডির নজরে

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে তাপসের একাধিক বিড কলেজ এবং সংস্থা ইডির নজরে রয়েছে। জানা যাচ্ছে, তদন্তের গভীরে পৌঁছতে বেসরকারি ডিএলএড কলেজগুলির মাথাদের জেরা করতে চায় তদন্তকারীরা। ইতিমধ্যে এমন ৫০ টি কলেজের কর্তাদের তলব করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই সমস্ত ব্যক্তিদের জেরা করা হবে বলে জানা যাচ্ছে। শুধু ৫০ টি কলেজই নয়, আগামিদিনে আরও ডিএলএড কলেজগুলির মাথাদের ইডি আধিকারিকরা জেরা করবেন বলেই খবর।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এমনকি গ্রেফতার করা হয়েছে একাধিক মিডলম্যানকে।

English summary
Ed questions Tapas mondal close to manik bhattacharya for recruitment scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X