For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্পত্তি হাত বদলের অভিযোগ, সায়গলের মা-স্ত্রীকে দিল্লিতে তলব

সম্পত্তি হাত বদলের অভিযোগ, সায়গলের মা-স্ত্রীকে দিল্লিতে তলব

Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনের গ্রেফতারির পরেও একাধিক সম্পত্তি হাতবদল হয়েছে। সায়গলের স্ত্রী ও মায়ের নামে থাকা একাধিক সম্পত্তি হাত বদল হয়েছে। সেই তথ্য জানতে এবার সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে দিল্লিতে তলব করল ইডি। সূত্রের খবর অনুব্রত মণ্ডল তাঁর একাধিক সম্পত্তি বেনামে সায়গল হোসেন এবং তাঁর পরিবারের নামে কিনেছিলেন।

সম্পত্তি হাত বদলের অভিযোগ, সায়গলের মা-স্ত্রীকে দিল্লিতে তলব

সিবিআই ইতিমধ্যেই সায়গলকে জেরা করে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। ফের তাঁকে হেফাজতে নিয়ে জেরা করছে তদন্তকারীরা। আসানসোল সংশোধনাগারে দফায় দফায় জেরা করা করে সায়গলকে জেরা করে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। ইডির দাবি সায়গলের গ্রেফতারির পরেও সম্পত্তির হাত বদল হয়েছে। সেই হদিশ জানতেই ইডি সায়গলের স্ত্রী এবং মাকে জেরা করতে চাইছে।

বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি-সিবিআই। সেগুলি কোথা থেকে পাওয়া গেল সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইডির দাবি সায়গলের গ্রেফতারির পরেও একাধিক সম্পত্তির হাত বদল হয়েছে। সেই হদিশ জানতেই ইডি সায়গলের স্ত্রী এবং মাকে জেরা করতে চাইছে। মহালয়ার আগেই তাঁদের দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর এই নিয়ে সায়গলের স্ত্রী এবং মেয়ে ইডির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১১ই অগাস্ট সায়গলে ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। েসই ফোন থেকে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই তথ্যের উপরে ভিত্তি করেই তদন্ত শুরু করেছে পুলিশ। অনুব্রত মণ্ডলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটারিতে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্যের উপরে ভিত্তি করে এই সায়গলকে জেরা করছে সিবিআই। সায়গলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিল সিবিআই। সায়গলের ৪৫টি সম্পত্তির িডডে অনুব্রত মণ্ডলের নাম পাওয়া গিয়েছিল। সেগুিল খতিয়ে দেখেছে সিবিআই। চার্জশিটেও সায়গলের বিরুদ্ধে সেই তথ্যই দিয়েছেন তদন্তকারীরা।

কেষ্টর দেহরক্ষী হওয়ার পর থেকেই বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন সায়গল। বোলপুর, ইলামবাজার সহ একাধিক জায়গায় জমি বাড়ি রয়েছে সায়গলের। একজন দেহরক্ষীর এই বিপুল অর্থ কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সায়গলের সম্পত্তির হদিশ পেতেই এই চাঞ্চল্যকর তথ্য হাতে আসে তদন্তকারীদের।

 রানির শেষকৃত্যে যোগ দিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষৎ দ্রৌপদী মুর্মুর রানির শেষকৃত্যে যোগ দিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষৎ দ্রৌপদী মুর্মুর

English summary
ED issued notice to Saigal Hossain's mother and wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X