For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা পাচার কাণ্ডে এবার ইডির নিশানায় রাজ্যের সাত আইপিএস

কয়লা পাচার কাণ্ডে এবার ইডির নিশানায় রাজ্যের সাত আইপিএস

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের পর এবার কয়লা পাচার কাণ্ডে সক্রিয় কেন্দ্রের আর্থিক দুর্নীতি দমন বিষয়ক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল রাজ্যের ৭ আইপিএস অফিসারকে।

কয়লা পাচার কাণ্ডে এবার ইডির নিশানায় রাজ্যের সাত আইপিএস

ইডি সূত্রে খবর, ২৬ জুলাই থেকে শুরু হবে কয়লা কাণ্ডে আইপিএস আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পর্ব। টানা চলবে ৬ অগাস্ট পর্যন্ত। আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ জুলাই, এস সিলভা মুরুগান ইডির মুখোমুখি হবেন ২৮ জুলাই, শ্যাম সিং কে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ অগস্ট, সুকেশ জৈনকে ৪ অগস্ট, জ্ঞানবন্ত সিং-কে ৫ অগস্ট ও তথাগত বসুকে ৬ অগস্ট তলব করা হয়েছে। সাম্প্রতিক অতীতে তাঁরা কেউ বর্ধমান, কেউ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, আবার কেউবা নদিয়ার মত জেলাতে কর্মরত ছিলেন।

এর আগে কয়লা কাণ্ডে ইতিমধ্যেই জ্ঞানবন্ত সিং-সহ একাধিক আইএএস, আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সূত্রের খবর, প্রত্যেককেই এবার জেরা করবে ইডি। সশরীরে হাজির না দিতে পারলেও ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মোট ৭ আইপিএস আধিকারিককে।

প্রসঙ্গত, গত মে মাসে নিজাম প্যালেস তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিংকে। সে সময় এডিজিকে (আইন-শৃঙ্খলা) জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আধিকারিকরা। তার আগে পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন জ্ঞানবন্ত। পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়লার চোরাকারবার রমরমা। তদন্ত করে আধিকারিকদের দাবি, অন্যদিকে কয়লা কাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার সঙ্গে জ্ঞানবন্ত সিং-এর যোগসূত্র ছিল।

English summary
ED calls seven IPS officers in Coal snuggling case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X