For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানতে হবে করোনা বিধি, রাজনৈতিক দলগুলিতে হুঁশিয়ারি দিয়ে চিঠি কমিশনের, তৃণমূলের দাবি খারিজ

করোনাবিধি (covid protocol) না মানতে অভিযুক্ত রাজনৈতিকদলগুলির বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে। ষষ্ঠদফার ভোট শুরুর আগে এমনটাই হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন (election commission)। প্রসঙ্গত রাজ্যে এখনও দ

  • |
Google Oneindia Bengali News

করোনাবিধি (covid protocol) না মানতে অভিযুক্ত রাজনৈতিকদলগুলির বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে। ষষ্ঠদফার ভোট শুরুর আগে এমনটাই হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন (election commission)। প্রসঙ্গত রাজ্যে এখনও দুইদফার নির্বাচন বাকি রয়েছে। ২৬ ও ২৯ এপ্রিল নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 নির্বাচন কমিশনের হুঁশিয়ারি

নির্বাচন কমিশনের হুঁশিয়ারি

রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে করোনা বিধি মেনে চলতে হুঁশিয়ারি দিয়ে চিঠি দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন এই চিঠি দিয়েছেন। হুঁশিয়ারিতে বলা হয়েছে করোনা বিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে। এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশেও।

ডেরেক ও'ব্রায়েনের আবেদন খারিজ

ডেরেক ও'ব্রায়েনের আবেদন খারিজ

অন্যদিকে শেষের দফাগুলি একসঙ্গে করার দাবি নিয়ে চিঠি দেওয়া তৃণমূলের মুখপাত্রা ডেরেক ও'ব্রায়েনকে উত্তর দিন কমিশন। তৃণমূলের দাবি খারিজ করে চিঠিতে কমিশন জানিয়েছে, রাজ্যে আটদফায় ভোট হলেও, গত বিধানসভা নির্বাচনের থেকে কম সময়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনী নির্ঘন্ট চাইলেই বদল করা যায় না।

উদ্বিগ্ন হাইকোর্টও

উদ্বিগ্ন হাইকোর্টও

এদিকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হাইকোর্টও। কমিশনকে হাইকোর্ট বলেছে, স্বাস্থ্যবিধি মেনে ভোট করাতে হবে। পাশাপাশি এব্যাপারে রাজ্য সরকারকেও সাহায্য করতে হবে। কেননা নির্বাচনী বিধি লাগু হয়ে গেলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনও এক্তিয়ার থাকে না। উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন তাঁর চিঠিতে হাইকোর্টের নির্দেশের কথাও উল্লেখ করেছেন।

রাজ্যের করোনা পরিস্থিতি

রাজ্যের করোনা পরিস্থিতি

২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছুঁইছুঁই। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৫৬৮ এবং ২১৪৯ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। এঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু কলকাতায় আর ১৪ জনের উত্তর ২৪ পরগনায়। এছাড়াও হাওড়া, হুগলি ও বীরভূমে ৪ জন করে রোগীর মৃত্যু হয়েছে। ষষ্ঠদফার ভোটের আগের দিন একাধিক প্রার্থী থেকে নেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।

English summary
EC sends letters to Political parties to maintain Covid 19 protocol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X