For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল প্রার্থী সুজাতাকে তাড়া, ধান খেতের আল দিয়ে দৌড়, মাথায় আঘাত নিয়ে রিপোর্ট তলব কমিশনের

আরামবাগের (arambag) পারুলে আক্রান্ত তৃণমূল (trinamool congress) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (sujata mondal khan)। বেশ কয়েকজন তাঁকে বাঁশ নিয়ে তাড়া করে বেশ কয়েকজন। নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে ধান খেতের আলে নেমে যান। এরপরে

  • |
Google Oneindia Bengali News

আরামবাগের (arambag) পারুলে আক্রান্ত তৃণমূল (trinamool congress) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (sujata mondal khan)। বেশ কয়েকজন তাঁকে বাঁশ নিয়ে তাড়া করে বেশ কয়েকজন। নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে ধান খেতের আলে নেমে যান। এরপরে বাঁশ দিয়ে সুজাতার মাথায় আঘাত করা হয়। যা নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

আরামবাগে আক্রান্ত তৃণমূল প্রার্থী

আরামবাগে আক্রান্ত তৃণমূল প্রার্থী

আরামবাগের পারুলে আক্রান্ত তৃণমূল প্রার্থী। বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি এই অভিযোগ পাওয়ার পর সেখানে যান সুজাতা মণ্ডল খাঁ। সেই সময়ই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বাঁশ নিতে তাঁকে তাড়া করা হয় বলে অভিযোগ।

আলপথে সুজাতা

আলপথে সুজাতা

পরিস্থিতি সুবিধাজনক নয় বুঝতে পেরে সুজাতা মণ্ডলের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা নেমে পড়েন ধান খেতে। সেখানেও বাঁশ নিয়ে তেড়ে যান স্থানীয় বাসিন্দারা। চাষের খেত, আল ধরে দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেন সুজাতা মণ্ডল খাঁ এবং সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষী।

 সুজাতার মাথায় আঘাত

সুজাতার মাথায় আঘাত

ভিড়ের মধ্যে সুজাতা মণ্ডলের মাথায় আঘাত করা হয়। আঘাতে তাঁর মাথা ফেটে যায়। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। তিনি অভিযোগ করেন, ওই এলাকায় বিজেপি দুষ্কৃতীদের ঢুকিয়ে রেখেছিল। নির্বাচন কমিশনকে জানিয়েও কোনও ফল হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সুজাতা মণ্ডল খাঁ দাবি করেন, তাঁকে খুনের চেষ্টা করেছে বিজেপি। এলাকা ছাড়া করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষকে। তিনি আরও দাবি করেন, যতই হামলা করা হোক ২ মে এই আসন থেকে তৃণমূলই জয়ী হবে।

বিজেপির পাল্টা অভিযোগ

বিজেপির পাল্টা অভিযোগ

বিজেপির পাল্টা অভিযোগ সকাল থেকেই এই এলাকায় অশান্তি পাকিয়েছে তৃণমূল। ঘরে ঢুকে রান্না চলার সময়ে হাঁড়ি উল্টে দেওয়া হয়েছে। সুজাতা মণ্ডল খাঁ সেই অশান্তিতে ইন্ধন জুগিয়েছেন। পরে সেখানে যায় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে জেলা প্রশাসনে কাছ থেকে।

English summary
EC seeks report on Sujata Mondal khan who is targeted in Arambag by BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X