For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের ২ টি কেন্দ্রে পুর্ননির্বাচনের নির্দেশ কমিশনের, ভোট হবে ১২ মে

পঞ্চম দফা ভোটগ্রহণ পর্বের সময় রাজ্যের বিভিন্ন জায়গায়, হিংসা ও হাতাহাতির খবর উঠে আসতে থাকে।

Google Oneindia Bengali News

পঞ্চম দফা ভোটগ্রহণ পর্বের সময় রাজ্যের বিভিন্ন জায়গায়, হিংসা ও হাতাহাতির খবর উঠে আসতে থাকে। হিংসার খবর উঠে আসে রাজ্যের ব্যারাকপুর সহ রাজ্যের একাধিক জায়গা থেকে। আর ৬ মের রাজ্য়ের ব্যারাকপুরের কাঁচড়াপাড়া এবং আরামবাগের দুটি বুথে ভোটগ্রহণ ঘিরে হিংসা ও ছাপ্পা ভোটিং-এর তথ্য উঠে আসায় , সেখানে পুর্ননির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন।

রাজ্যের ২ টি বুথে পুর্ননির্বাচনের নির্দেশ কমিশনের, ভোট হবে ১২ মে

আগামী ১২ মে রাজ্যের ও্ ২ টি কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে । ব্যারাকপুর আসনের কাঁচড়াপাড়ার ১১৬ নম্বর বুথের উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়, এই দুটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী সেখানে আগামী ১২ মে নির্বাচনী বিধি মেনে , সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এর আগে, ত্রিপুরায় ১১ এপ্রিলের ভোটের নিরিখে , সেখানের ১৬৮ টি বুতে পুর্ননির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই নির্বাচনও হতে চলেছে আসন্ন রবিবার অর্থাৎ ১২ মে। ফলে এবার সকলের নজর থাকতে চলেছে লোকসভা নির্বাচনের ষষ্ঠদফা ভোট গ্রহণের দিকে।

English summary
EC has ordered re-polling to be conducted at the two west Bengal booths on 12th May .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X