For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীর পাশে বসে চাঁদের মাটিতে চন্দ্রযান-২কে দেখবে ! তাক লাগাল বর্ধমানের সংখ্যালঘু ছাত্রী

চন্দ্রযান টু-এর চাঁদে নামার সময়টা প্রধানমন্ত্রী এবং অন্য বৈজ্ঞানিকদের সঙ্গে কাটাতে পারবে পশ্চিমবঙ্গের এক ছাত্রী। পূর্ব বর্ধমানের ওই ছাত্রীর নাম ইউসরা আলম।

  • |
Google Oneindia Bengali News

চন্দ্রযান টু-এর চাঁদে নামার সময়টা প্রধানমন্ত্রী এবং অন্য বৈজ্ঞানিকদের সঙ্গে কাটাতে পারবে পশ্চিমবঙ্গের এক ছাত্রী। পূর্ব বর্ধমানের ওই ছাত্রীর নাম ইউসরা আলম। সে দিল্লি পাবলিক স্কুল বেলগ্রাম, বর্ধমানের ক্লাস নাইনের ছাত্রী। এতবড় আমন্ত্রণ সে আশা করেনি বলেই জানিয়েছে।

চাঁদের পা রাখার মুহুর্ত দেখার আমন্ত্রণ! তাক লাগাল বর্ধমানের সংখ্যালঘু ছাত্রী

কিছু দিন আগে মা-বাবার অজান্তেই অনলাইন স্পেস কুইজ, ২০১৯-এর অংশ নিয়েছিল বর্ধমানের পীরবাহারামের বাসিন্দা ইউসরা আলম। পশ্চিমবঙ্গ থেকে সে প্রথম হয়। এবার সে চন্দ্রযান টু -এর চাঁদে নামার ঘটনা দেখার জন্য আমন্ত্রণ পেয়েছে ইসরো থেকে। ইসরোর সদর দফতর বেঙ্গালুরু থেকে ৩০ জুলাই তাঁর কাছে মেল আসে। সেই চিঠিতে ৬ সেপ্টেম্বর দুপুর দুটোর মধ্যে ইসরোর সদর দফতরে পৌঁছতে বলা হয়েছে।

সারা দেশ থেকে এই সুযোগ পেয়েছে ৭৪ল জন। পশ্চিমবঙ্গ থেকে দুজন। যাঁদের একজন হল ইউসরা।

[আরও পড়ুন: কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব! মনোজ বর্মাকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং][আরও পড়ুন: কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব! মনোজ বর্মাকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং]

আমন্ত্রণ পেয়ে খুশি ইউসরা আলম। খুশি পরিবারের সদস্যরাও। স্পেস কুইজে অংশগ্রহণ করা প্রসঙ্গে ইউসরা জানিয়েছে, মায়ের মোবাইল থেকেই সে কুইজে অংশ নিয়েছিল।

English summary
East Bardhaman student gets invitation from isro to see historic feat on moon.It will scheduled to be held on 7th September.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X