For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার স্লোগান ফিরছে সিপিএমের মুখে মুখে! পথে নেমে ‘গান্ধীগিরি’ বালুরঘাটে

সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকেই হাতিয়ার করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।

  • |
Google Oneindia Bengali News

মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৪৬ জনের প্রাণ। চালকের একটা ভুলেই সব শেষ হয়ে গিয়েছে। তাই সেই ভুল আর নয়। সেই কারণেই সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকেই হাতিয়ার করল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এদিন পথ সচেতনতার লক্ষ্যে গান্ধীগিরিরও নিদর্শন রাখেন বাম যুব-কর্মীরা।

মমতার স্লোগান ফিরছে সিপিএমের মুখে মুখে! পথে নেমে ‘গান্ধীগিরি’ বালুরঘাটে

[আরও পড়ুন:তৃণমূলের মহিলাদের ঝাঁটা-বিক্ষোভ! মঙ্গলকোটে ঢুকতে বাধা মমতার মন্ত্রীকে][আরও পড়ুন:তৃণমূলের মহিলাদের ঝাঁটা-বিক্ষোভ! মঙ্গলকোটে ঢুকতে বাধা মমতার মন্ত্রীকে]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ সচেতনতার লক্ষ্যে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' স্লোগান তুলেছিলেন। শুধু স্লোগানই নয়, মুখ্যমন্ত্রী পথ দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তিনি। সেই 'সেফ ড্রাইভ সেভ লাইফ' স্লোগান নিয়েই এখন পথ নেমেছে সিপিএমের যুব সংগঠন। ডিওয়াইএফআই-এর অন্দরে তাই প্রশ্ন উঠে পড়েছে, আর কি অন্য কোনও স্লোগান খুঁজে পেলেন না তাঁরা!

এদিন ডিওয়াইএফআই সদস্যরা সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগান মেনে চলার পরামর্শ দিয়েছেন পথ সচেতনতা কর্মসূচিতে। বাম যুব-কর্মীরা এদিন পরামর্শ দেন, স্টিয়ারিংয়ে বসে মোবাইল থেকে দূরে থাকা উচিত চালকদের। সেই আবেদন নিয়ে বালুরঘাট বাসস্ট্যান্ডে কর্মসূচি পালন করেন বামকর্মীরা। চালকদের অনুরোধ করেন তাঁরা গাড়ি চালানোর সময় যেন মোবাইল ব্যবহার না করেন।

শুধু চালকদেরই সচেতনতা করেই ক্ষান্ত থাকননি বামকর্মীরা, বাইকচালকরাও যাতে বিনা হেলমেটে না গাড়ি চালান, সেই আর্জিও রাখেন। হেলমেটবিহীন কাউকে গাড়ি চালাতে দেখলেই তাঁদের থামিয়ে হাতে গোলাপ ধরিয়ে দেন। হাতে গোলাপ দিয়ে গান্ধীগিরির মাধ্যমে সচেতনতার নিদর্শন রাখেন ডিওয়াইএফআই কর্মীরা। ডিওয়াইএফআই-এর দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদক সৌরভ মজুমদার বলেন, 'আমরা চাই না দৌলতাবাদের পুনরাবৃত্তি ঘটুক। সে কারণেই সচেতনতার লক্ষ্যে আমরা এই কর্মসূচি নিই।'

[আরও পড়ুন:ছাড় দেয়নি বিগ্রহকেও! ভারতীর অভিযোগের ভিত্তিতে সিআইডি-র উত্তরে রহস্য][আরও পড়ুন:ছাড় দেয়নি বিগ্রহকেও! ভারতীর অভিযোগের ভিত্তিতে সিআইডি-র উত্তরে রহস্য]

English summary
DYFI conducts a program for road safety with slogan of Mamata Banerjee. DYFI conducts road safety at Balurghat of South Dinajpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X