করোনা সঙ্কটের মধ্যেই খুঁটিপুজোর আয়োজন দুর্গাপুরের দুর্বার সমিতির
করোনা আবহের মধ্যেও পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে আকাশে–বাতাসে। কাজ আগের তুলনায় কম হলেও কুমোরটুলিও এখন ব্যস্ত দুর্গামূর্তি গড়তে। তবে যাঁদের বাড়ির মাটি ছাড়া পুজো অসম্পূর্ণ সেই যৌনপল্লীতেও পুজোর আমেজের ছোঁয়া লেগেছে। পুজোর আনন্দে মেতে উঠেছে দুর্গাপুরের দুর্বার সমিতি।

বৃহস্পতিবার দুর্বার সমিতির পক্ষ থেকে দুর্গাপুজোর খুঁটিপুজোর আয়োজন করা হয়। এ বছর তাঁদের পুজো দ্বিতীয় বছরে পা দিল। গত বছর থেকেই তাঁরা দুর্গাপুজোর আয়োজন করেন। তবে এ বছর সেই জাঁকজমক না হলেও সরকারের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে বলে জানা গিয়েছে।
দুর্বার সমিতির পুজো কমিটির সদস্য সুশীল কুমার বিশ্ব জানিয়েছেন যে এ বছর করোনার কারণে যৌনপল্লীদের ব্যবসাতেও ভাঁটা পড়েছে। কিন্তু শুধুমাত্র নিজেদের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তাঁরা এই পুজোর আয়োজন করেছেন।

উদ্বেগ বাড়ল দেশের, ভারতে বন্ধ হল অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল, ঘোষণা সিরামের