For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর হাতে গোনা দিন বাকী পুজোর, বৈঠক সারল দিনাজপুর প্রশাসন

হাতে আর কয়েকদিন বাকি তারপরই বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

  • |
Google Oneindia Bengali News

হাতে আর কয়েকদিন বাকি তারপরই বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কয়েকটা দিন নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

আর হাতে গোনা দিন বাকী পুজোর, বৈঠক সারল দিনাজপুর প্রশাসন

এদিন বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বালুরঘাটের প্রায় ৮০ টি পুজো কমিটির প্রতিনিধিরা হাজির ছিল। এছাড়াও বৈঠকে হাজির ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার ধীমান মিত্র, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মী ও পুজো কমিটির সদস্যরা। পুজোর কয়েকটা দিন কী কী সর্তকতা বা নিরাপত্তা অবলম্বন করতে হবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়।

[ ঝাড়গ্রামে ফের হাতির হানা, প্রাণ গেল মহিলার][ ঝাড়গ্রামে ফের হাতির হানা, প্রাণ গেল মহিলার]

মুখ্যমন্ত্রী এবার আগেই বলেছেন পুজো মণ্ডপে যাওয়ার জন্য কোন ভিআইপি ব্যবস্থা থাকবে না। সেই ঘোষণার পর জেলা পুলিশ প্রশাসন এবার সাধারণ মানুষের সুবিধার্থে বালুরঘাট শহরে যান চলাচলের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করবেনা বলে জানা গেছে । নিজের সুবিধা মতো পুজো মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারবে। পুলিশের সিদ্ধান্তে খুশি বালুরঘাটের বাসিন্দারা।

[ মুর্শিদাবাদ থেকে উদ্ধার জাল নোট ও আগ্নেয়াস্ত্র][ মুর্শিদাবাদ থেকে উদ্ধার জাল নোট ও আগ্নেয়াস্ত্র]

English summary
Durga Puja 2019 : South Dinajpur administration done preparation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X