For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ দুর্গাপুজো: সল্টলেকের -এ কে ব্লকের পুজো এবার কোন থিম-ভাবনায় উজ্জীবিত

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। কাউন্টডাউন এই মুহূর্তে রুদ্ধশ্বাসে এগিয়ে যাচ্ছে মহালয়ার দিকে। আর মহালয়া মানেই বাঙালির প্রাণের উৎসবের ঢাকে কাঠি পড়া!

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। কাউন্টডাউন এই মুহূর্তে রুদ্ধশ্বাসে এগিয়ে যাচ্ছে মহালয়ার দিকে। আর মহালয়া মানেই বাঙালির প্রাণের উৎসবের ঢাকে কাঠি পড়া! ইতিমধ্যেই, প্যান্ডেল হপিং নিয়ে অনেকেই প্ল্যান শুরু করে দিয়েছেন। আর যাঁরা ভাবছেন আগে ভাগে সল্টলেকের ঠাকুর দেখে ফেলবেন তাঁদের জন্য রইল সল্টলেকের একে ব্লকের পুজোর প্রস্তুতির খবর।

২০১৯ দুর্গাপুজো: সল্টলেকের -এ কে ব্লকের পুজো এবার কোন থিম-ভাবনায় উজ্জীবিত

২০১৯ দুর্গাপুজোয় একে ব্লক পা দিতে চলেছে ৩২ বছরে। এই পুজোয় এলেই মনে হতে পারে, কোনও রহস্যময় মাকড়সার জালে জড়িয়ে যাচ্ছেন হয়তো! আসলে এই মাকড়সার জাল 'মোহ' এর স্বরূপ। মোহ যেভাবে চাওয়া পাওয়া নিয়ে নিজের জাল বিস্তৃত করে সেই ভাবনার সঙ্গে অনেকটাই মাকড়সার জালকে একাত্ম করে তৈরি হচ্ছে সল্টলেকের একে ব্লকের পুজোর থিম।

[ একরত্তি কিশোরী গ্রেটার পরিবেশ সচেতনতা নিয়ে একার লড়াই তাক লাগাচ্ছে বিশ্বে][ একরত্তি কিশোরী গ্রেটার পরিবেশ সচেতনতা নিয়ে একার লড়াই তাক লাগাচ্ছে বিশ্বে]

মানুষ কিভাবে নিজের তৈরি করা চাওয়া-পাওয়ার হিসাবের জালে জড়িয়ে যাচ্ছে তাই তুলে ধরছে সল্টলেকের একে ব্লকের পুজো। তবে মানুষ যখন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত তখন মা দুর্গা কিন্তু এই জাগতিক বিষয় থেকে অনেক দূরে । সল্টলেকের পুজোয় মা দুর্গা যেন মুক্তির স্বাদ এনে দিচ্ছেন। আর এই জটাজাল থেকে বেরোনোর পথও বলে দিচ্ছেন। এমন থিম ভাবনা নিয়ে আর কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হতে চলেছে দর্শনার্থীদের জন্য।

 [ বিজেপি-শিবসেনার আসন ভাগাভাগি ভারত-পাক বিভাজনের থেকেও কঠিন, টুইটে বার্তা] [ বিজেপি-শিবসেনার আসন ভাগাভাগি ভারত-পাক বিভাজনের থেকেও কঠিন, টুইটে বার্তা]

English summary
Durga Puja 2019 , Salt Lake AK block is gearing up with their new pandal theme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X