For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো ২০১৯: পুজো প্রস্তুতিতে সেজে উঠছে গৌরিবেড়িয়া সর্বজনীন

রাত পোহালেই মহালয়া। আর তার পর থেকেই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর কাউন্টডাউন। পুজো প্রস্তুতিতে শেষ মুহূর্তের ব্যস্ততায় ধরা দেবেন বিভিন্ন পুজোর উদ্যোক্তারা।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই মহালয়া। আর তার পর থেকেই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর কাউন্টডাউন। পুজো প্রস্তুতিতে শেষ মুহূর্তের ব্যস্ততায় ধরা দেবেন বিভিন্ন পুজোর উদ্যোক্তারা। একদিকে বাড়ির দুর্গাপুজো অন্যদিকে মণ্ডপে ঠাকুর আনার পালা, সমবিলিয়ে আগামী সপ্তাহ থেকেই বাঙালি প্রাণের উৎসবে বিভোর থাকতে চলেছে।

দুর্গাপুজো ২০১৯: পুজো প্রস্তুতিতে সেজে উঠছে গৌরিবেড়িয়া সর্বজনীন

কলকাতার গৌরিবেড়িয়ার পুজো এবারে পা দিচ্ছে ৮৬ বছরে। বহুদিনের এই পুজো গত কয়েক বছর ধরে থিমকে কেন্দ্র করে এগিয়ে চলেছে। এইবছর গৌরিবেড়িয়ার পুজোর থিম 'ভিনদেশী তারা'। স্বপ্নপূরণের ইচ্ছা, আর একাকিত্বকে সঙ্গে নিয়ে এক অসামান্য কাজের ছোঁয়া রাখতে চলেছে কলকাতার এই পুজো। ইতিমধ্যে সেখানে শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা।

[ মোদীর বিশ্ব-ভ্রমণের ছবির 'কোলাজ' পোস্ট কংগ্রেসের, বিশ্বভ্রমণ দিবসে টুইট-কটাক্ষ][ মোদীর বিশ্ব-ভ্রমণের ছবির 'কোলাজ' পোস্ট কংগ্রেসের, বিশ্বভ্রমণ দিবসে টুইট-কটাক্ষ]

এই গৌড়িবেরিয়ার দুর্গাপুজোর মণ্ডপের থিম -ভাবনায় বার বার উঠে এসেছে কর্পোরেট জগত আর একাকিত্বের কোলাজ। এই দুটি ভিন্ন দিকের কোলাজেই তৈরি হয়েছে তাদের 'ভিনদেশী তারা ' থিম।

 [দুর্গাপুজো ২০১৯: বনেদিয়ানা-ঐতিহ্যে অমলিন দশঘরার বিশ্বাস বাড়ির পুজো ] [দুর্গাপুজো ২০১৯: বনেদিয়ানা-ঐতিহ্যে অমলিন দশঘরার বিশ্বাস বাড়ির পুজো ]

English summary
Durga Puja 2019, Gouriberia sarbojonin this time brings Bhindeshi tara as theme .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X