For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো ২০১৯ : বাকিংহ্যাম প্যালেস দেখতে হলে লন্ডন নয়, চলে আসুন বারাসতের রথতলায়

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতে প্রত্যেক বাঙালিই, কিন্তু প্রবাসীদের কাছে বাঙালিরর প্রধান উৎসব দুর্গা পূজো কেমন ভাবে কাটে অনেকেরই জানা নেই।

  • |
Google Oneindia Bengali News

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতে প্রত্যেক বাঙালিই, কিন্তু প্রবাসীদের কাছে বাঙালিরর প্রধান উৎসব দুর্গা পূজো কেমন ভাবে কাটে অনেকেরই জানা নেই। এমনকি বিদেশে কিভাবে বাঙালির প্রিয় এই দূর্গা উৎসব পালন হয় তাও জানা নেই অনেকের। তাই এবার ৫৯ তম বর্ষে বারাসাত রথতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি নিয়ে আসছে লন্ডনে কীভাবে দুর্গাপুজো হয় তারই চিত্র।

দুর্গাপুজো ২০১৯ : বাকিংহ্যাম প্যালেস দেখতে হলে লন্ডন নয়, চলে আসুন বারাসতের রথতলায়

লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে উদ্যোক্তাদের এই ভাবনার রূপ দিয়েছেন শিল্পী বাবু সিংহ রায়। তিনি জানান, যেভাবে ইংল্যান্ডের মতো দেশগুলোতে দুর্গাপুজো পালন হয় তা আমরা এবার তুলে ধরতে চলেছি। আমাদের পরিকল্পনার মাধ্যমে থিমের নাম দেওয়া হয়েছে লন্ডনের বাকিংহাম প্যালেসের পুজো। সেখানে পুজো কেমন হয় সেই চিত্রই আমরা এবার তুলে ধরতে চলেছি।

দুর্গাপুজো ২০১৯ : বাকিংহ্যাম প্যালেস দেখতে হলে লন্ডন নয়, চলে আসুন বারাসতের রথতলায়

প্রতিমা শিল্পী দিলীপ পাল। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়া হয়েছে প্রতিমাও। তবে প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। ডাকের সাজে সাজানো হচ্ছে দেবী দুর্গাকে। পুজো উদ্যোক্তাদের তরফে মুকুল চট্টোপধ্যায় জানান, পুজো মণ্ডপ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দিচ্ছি আমরা।

দুর্গাপুজো ২০১৯ : বাকিংহ্যাম প্যালেস দেখতে হলে লন্ডন নয়, চলে আসুন বারাসতের রথতলায়

যেভাবে লন্ডনের মত শহরগুলোতে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে দূর্গা উৎসব পালন পালন করে আমাদের এখানেও যেন সেই ধর্ম বর্ণ বিদ্বেষকে দূরে রেখে সবাই একসঙ্গে মিলে দুর্গাপূজোতে মাতে সেই বার্তাই দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়া হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে।

[বেঙ্গালুরুতে এক চিলতে 'ম্যাডক্স স্কোয়ার' খুঁজছেন! 'পিবিসিএ'-এর দুর্গাপুজো একদম মিস করবেন না]

English summary
Durga Puja 2019 : Barasat Rathtala pandal theme is Buckingham palace
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X