For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাণ্ডব চালাবে জাওয়াদ, চাষের বিপুল ক্ষতির আশঙ্কা, ১০ জেলায় জারি হল সতর্কতা

তাণ্ডব চালাবে জাওয়াদ, চাষের বিপুল ক্ষতির আশঙ্কা, ১০ জেলায় জারি হল সতর্কতা

Google Oneindia Bengali News

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ওড়িশা এবং অন্ধ্রউপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব পড়বে বাংলাতেও। আগে থেকেই সেকারণে সতর্ক নবান্ন। ১০ জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চাষের বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির আশঙ্কায় এই সব জেলায় চাষীদের আগেই ধান কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি দফতর।

ধেয়ে আসছে জাওয়াদ

ধেয়ে আসছে জাওয়াদ

ডিসেম্বরের শুরুেতই আবারও ঘূর্ণিঝড়ে ভ্রুকুটি। আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। যদিও সেটা ওড়িশা এবং অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে। কিন্তু হালকা হলেও তার প্রভাব পড়বে বাংলায়। সেই হালকা প্রভাবটাও নেহাত কম নয়। বেশ ভালই হতে চলছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিেত সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে রাজ্যের উপকূল বর্তী জেলা গুলিতে। দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস িদয়েছে আবহাওয়া দফতর। তার জেরে বাধা পাবে শীত।

কোন কোন জেলায় সতর্কতা জারি

কোন কোন জেলায় সতর্কতা জারি

রাজ্যের ১০টি জেলায় সতর্কতা জারি করেছে কৃষি দফতর। শীতকালে এই সময় ফসল কাটা হয়। সব জমিতেই ফসল কাটা শুরু হয়ে যাবে। তার মধ্যে বৃষ্টি শুরু হলে সব ফসল নষ্ট হয়ে যাবে। বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই আগে থেকেই একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন। আলু বোনার কাজ এক সপ্তাহ পিছিয়ে দিতে বলা হয়েছে। পাকা ধান এখনই কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আলুর খেতে জল জমে সেটা নরে রাখার নির্দেশ জারি করা হয়েছে। পানের বরজ, পেপে, কলা বাগান সামলে রাখতে কী ব্যবসথা করতে হবে তারও নির্দেশিকা জারি করা হয়েছে।

কী কী নির্দেশিকা জারি করা হয়েছে।

কী কী নির্দেশিকা জারি করা হয়েছে।

মাঠের পাকা ধান দ্রুত কেটে ফেলতে হবে। সেটা দ্রুত গুদামে রাখতে হবে। মাঠে ফেলে রাখা যাবে না। প্রয়োজনে যন্ত্রের সাহায্যে নিেত হবে। সবজি, তৈলবীজ, সরিষা এবং আলুর জমিতে জমা জল দ্রুত বের করে দিতে হবে।
আলু বোনার কাজ সাত দিন পিছিয়ে দিতে হবে। সবজি ও অনান্য ফল পেঁপে, কলা জাতীয় ফসলগুলিকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে। সবজির মাচা ও পানের বরজকে শক্ত রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিমুহূর্তে আবহাএয়ার খবরের দিকে নজর রাখতে গবে চাষীদের।

English summary
Cyclone Jawa effect in Farming
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X