For Quick Alerts
For Daily Alerts
ভক্ত ছাড়া চলছে মন্দিরে পুজো, আরতির সময় বাজছে যান্ত্রিক বাদ্যযন্ত্র
লক ডাউনের মধ্যে দর্শনার্থীদের জমায়েত এড়াতে যান্ত্রিক বাদ্যযন্ত্রের মাধ্যমে বিষ্ণুপ্রিয়াদেবী সেবিত ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে চলছে মঙ্গল আরতি। সরকারি নির্দেশে ভক্তদের ভিড় এড়াতে মন্দিরের মূলগেট বন্ধ, চলছে পুলিশী পাহারা।

গেটের বাইরে থেকেই ভক্তরা তাদের নয়নের মনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে ফিরে যাচ্ছেন। সারা বিশ্বের মানুষ ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনে ছুটে আসেন বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপে। ভোরের আলো ফুটতে না ফুটতে অসংখ্য ভক্ত মঙ্গল আরতি দর্শন চলে আসেন এই নাটমন্দিরে।
আজ সেই নাট মন্দির প্রাঙ্গণ শুনশান। কোন ভক্ত দেখা নেই। কেননা জমায়েত এড়াতে মন্দিরের মূল গেট বন্ধ। পাহারায় রয়েছেন পুলিশ কর্মীরা। তাই বাইরে থেকেই কিছু ভক্ত তাদের প্রানের গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে ফিরে যাচ্ছেন।