For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থাবা চওড়া হচ্ছে. একের পর এক কর্মী করোনা আক্রান্ত, শিয়ালদহ শাখায় বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন

করোনা থাবা চওড়া হচ্ছে. একের পর এক কর্মী করোনা আক্রান্ত, শিয়ালদহ শাখায় বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন

Google Oneindia Bengali News

দূর পাল্লার একাধিক ট্রেন বাতিলের পর এবার লোকাল ট্রনেও করোনা থাবা। শিয়ালদহ শাখায় বাতিল করা হল ৫৪ জোড়া লোকাল ট্রেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শিয়ালদহ শাখার ৭৫০ জন রেলকর্মী। পূর্বরেলে আক্রান্ত হয়েছে ১২০০ জন কর্মী। এদের মধ্যে সিংহ ভাগই ট্রন চালক এবং গার্ড। তাই ট্রেন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে।

করোনা থাবা

করোনা থাবা

রাজ্যে ক্রমশ চড়া হচ্ছে করোনা থাবা। দৈনিক সংক্রমণ বাড়ছে বাংলায়। বিধানসভা ভোটের প্রচারে লাগাম ছাড়া মিটিং মিছিলই এর জন্য দায়ী বলে অভিযোগ উঠেছে। এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করা হয়েছে। আগামিকাল রাজ্যে ভোট গণনা। তার আগে কড়া কমিশন। সব ভোটকর্মীদের করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের পর কোন রকম বিজয় মিছিল করা যাবে না। ইতিমধ্যেই থানা গুলিকে এই নিয়ে কড়া পদক্ষেপ করার নির্দেশিকা পাঠানো হয়েছে।

রাজ্যে আংশিক লকডাউ

রাজ্যে আংশিক লকডাউ

শুক্রবার সন্ধ্যে থেকেই রাজ্যে জারি করা হয়েছে আংশিক লকডাউন। বাজার খোলা রাখার সময়সীমা বেধে দেয়া হয়েছে। সকাল ৭টা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে বাজার। আবার বিকেল ৩েট থেকে ৫টা পর্যন্ত খোলা রাখা হবে বাজার। মুদির দোকানে ছাড় রয়েছে।একই সঙ্গে অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় দিয়েছে রাজ্য। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার , স্পা, জিম। বিয়েবাড়ি সহ সব সামাজিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বালিত লোকাল ট্রেন

বালিত লোকাল ট্রেন

শিয়ালদহ শাখায় বাতিল করা হল ৫৪ জোড়া লোকাল ট্রেন। কারণ সেই করোনা সংক্রমণ। একের পর এক রেল কর্মী করোনা আক্রান্ত হয়েছে। শুধু শিয়ালদহ শাখায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫০ জন রেলকর্মী। এঁদের মধ্যে চালক এবং গার্ড রয়েছেন। ফলে ট্রেন চালানো সমস্যার হয়ে পড়ছে। সেকারণে বাতিল করা হয়েছে ৫৪ জোড়া লোকাল ট্রেন। এতে সমস্যার পড়বেন নিত্য যাত্রীরা তাতে কোন সন্দেহ নেই।

ভোটের ফলপ্রকাশের আগেই রাজ্যপাল ধনকড়ের সঙ্গে বৈঠকে মিঠুন, জোর জল্পনা রাজনৈতিকমহলেভোটের ফলপ্রকাশের আগেই রাজ্যপাল ধনকড়ের সঙ্গে বৈঠকে মিঠুন, জোর জল্পনা রাজনৈতিকমহলে

দূর পাল্লার ট্রেন বাতিল

দূর পাল্লার ট্রেন বাতিল

শুধু লোকাল ট্রেন নয় গতকাল পূর্বরেলের পক্ষ থেকে একাধিক ধূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সাময়িক ভাবে সেগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কারণ যাত্রী হচ্ছে ট্রেন গুলিতে। এর আগে একাধিক লোকাল ট্রেন বািতল করা হয়েছে। তবে গতবারের মত পুরোপুরি ট্রেন বন্ধ রাখা হবে না বলে জানানো হয়েছে।

English summary
Due to coronavirus infections Shealdha canceled 54 pair of local trains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X