For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাদক বিরোধী দিবসের সচেতনতা মিছিলে মত্ত পুলিশকর্মীর ভাষণ, ঘটনায় শোরগোল বারুইপুরে

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতা প্রচারের মিছিলে দেখা গেল মত্ত অবস্থায় টলতে থাকা পুলিশকর্মীকে। তিনি থানার আইসি।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সচেতনতা প্রচারের মিছিলে দেখা গেল মত্ত অবস্থায় টলতে থাকা পুলিশকর্মীকে। তিনি থানার আইসি। মাদক বিরোধী দিবস-এর জন্য করা মিছিলে পুলিশের এহেন কীর্তি দেখে অবাক সকলেই।

মাদক বিরোধী দিবসের সচেতনতা মিছিলে মত্ত পুলিশকর্মীর ভাষণ


অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম অসিত বরণ ক্যুইলা। মাদক বিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে সোনারপুর থেকে বৈকুন্ঠপুর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে হাজির ছিলেন বারুইপুর জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান সহ অনেকে।

অভিযোগ সেই মিছিলে মত্ত অবস্থায় আসেন সোনারপুর থানার আইসি অসিতবরণ ক্যুইলা। তখনই তাকে দেখতে পেয়ে মিছিল থেকে সরিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

সোনারপুর থানার আইসি বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমন ঘটনা ঘটায় সকলেই খুব বিব্রত বোধ করছেন। সাধারণ মানুষের সামনে এই ঘটনার ফলে পুলিশের মাথা অনেকটাই হেঁট হয়ে গিয়েছে বলে মনে করছেন পুলিশকর্মীরাই।

English summary
Drunken police officer in anti drug rally, later suspended in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X