জলপাইগুড়িতে আটক ১ কোটি টাকার মাদক, গ্রেফতার দুই পাচারকারী
১ কোটি টাকা মূল্যের ইয়াবা মাদক উদ্ধার করল জলপাইগুড়ির কোতয়ালী থানার পুলিস। নাগাল্যান্ড থেকে কলকাতায় পাচার করার সময় দুই পাচারকারীকে ধরে ফেলে তারা। তাদের কাছ থেকেই এই মাদক উদ্ধার করা হয়েছে।

গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের বিষেশ একটি দল জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের বালাপাড়া এলাকায় নাকা চেকিং শুরু করে। দীর্ঘক্ষন চেকিং করার সময় গতকাল একটি ছোট চার চাকা গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির ভেতরে থাকা একটি গোপন চেম্বার থেকে ১লক্ষ ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার বাজার মুল্য প্রায় ১কোটি টাকা।
[ এবিভিপির মিছিল ঘিরে ধুন্ধুমার যোধপুর পার্ক! যাদবপুরে পাল্টা কর্মসূচি বাম ছাত্রসংগঠনের]
গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মণিপুরের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের নাম শ্যাম ওয়াকলে এবং অজিত থাপা । নাগাল্যান্ড থেকে কোলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল মাদকগুলি। এই মাদক পাচার চক্রের মুল পান্ডার খোঁজে তদন্ত শুরু হয়েছে।
[ মোদী মুগ্ধ আমেরিকা, ভোট ব্যাঙ্ক বাড়ালেন ট্রাম্প, মার্কিন সংবাদ মহলে মিশ্র রিপোর্ট]