For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় এবার ‘কুরুক্ষেত্র’! দ্রোনাচার্য-অর্জুনের লড়াই দেখার জন্য মুখিয়ে যে সব কেন্দ্র

বাংলায় এবার ‘কুরুক্ষেত্র’! দ্রোনাচার্য-অর্জুনের লড়াই দেখার জন্য মুখিয়ে যে সব কেন্দ্র

Google Oneindia Bengali News

বাংলায় একুশের লড়াই আদতে কুরক্ষেত্রের যুদ্ধই হয়ে উঠেছে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সম্মুখ সমরে অবতীর্ণ দ্রোনাচার্য ও অর্জুন-রা। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী হোক বা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বনাম বেচারাম মান্না, কিংবা পরেশ অধিকারী বনাম দধিরাম রায়- লড়াই সেই গুরু-শিষ্যেরই। আবার সিপিএমের অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে বিজেপির শঙ্কর ঘোষও লড়বেন কুরুক্ষেত্র যুদ্ধ।

বিজেপি দলটা তৃণমূলেরই বি টিম হয়ে গিয়েছে!

বিজেপি দলটা তৃণমূলেরই বি টিম হয়ে গিয়েছে!

বাংলায় বামভোটে পরিপুষ্ট হয়ে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হয়ে উঠেছে। আর বিজেপির শক্তিবৃদ্ধি্ হয়েছে হালে তৃণমূলকে ভেঙেই। আদতে বিজেপি দলটা তৃণমূলেরই বি টিম হয়ে গিয়েছে। তৃণমূলের দলত্যাগীরা এখন সবাই বিজেপির প্রথম সারিতে। আর যাঁরা বিজেপির আদি নেতা, তাঁরা পিছিয়ে পড়েছেন ভোট-যুদ্ধে।

মমতা বনাম শুভেন্দুর লড়াই নন্দীগ্রামে

মমতা বনাম শুভেন্দুর লড়াই নন্দীগ্রামে

হালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে একেবারে সামনের সারিতে অধিষ্ঠান করছেন শুভেন্দু অধিকারী। তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী। কয়েকমাস আগেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রধান সেনাপতিদের একজন। এখন তিনি প্রতিপক্ষ শিবিরে। নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর লড়াইকে গুরু-শিষ্যের লড়াই আখ্যা দেওয়া যেতেই পারে।

সিঙ্গুরে মাস্টারমশায়ের বিরুদ্ধে বেচারাম

সিঙ্গুরে মাস্টারমশায়ের বিরুদ্ধে বেচারাম

ঠিক নন্দীগ্রামের মতোই অবস্থা সিঙ্গুরের। নন্দীগ্রাম আন্দোলনের দুই কাণ্ডারি যেমন মুখোমুখি হয়েছেন, তেমনই সিঙ্গুর আন্দোলনের দুই কাণ্ডারি রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্না এবার মুখোমুখি ভোটযুদ্ধে। মাস্টারমশায় রবীন্দ্রনাথকে বয়সের কারণে প্রার্থী করেনি তৃণমূল। তাঁর জায়গায় শিষ্য বেচারাম মান্না প্রার্থী হয়েছেন সিঙ্গুরে। গুরু রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিজেপিতে যোগ দিয়ে শিষ্যের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন।

মেখলিগঞ্জে তিন প্রার্থীই ফরওয়ার্ড ব্লকে সতীর্থ

মেখলিগঞ্জে তিন প্রার্থীই ফরওয়ার্ড ব্লকে সতীর্থ

উত্তরবঙ্গের মেখলিগঞ্জ কেন্দ্রে এবার তৃণমূল, বিজেপি ও ফরওয়ার্ডব্লকের প্রার্থীরা প্রত্যেকেই ছিলেন একই দলের সতীর্থ। তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী, বিজেপি প্রার্থী দধিরাম রায় এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়- তিনজনেই একটা সময়ে ফরওয়ার্ড ব্লক করতেন। পরেশ অধিকারী তৃণমূলে এবং দধিরাম রায় বিজেপিতে যোগ দেন। গোবিন্দ রায় রয়ে যান ফরওয়ার্ড ব্লকে। এবার তিন সতীর্থের লড়াই।

বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতে নারাজ গুরু-শিষ্য

বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতে নারাজ গুরু-শিষ্য

মেখলিগঞ্জ তো বলছে, এবার লড়াই কুরুক্ষেত্র হতে চলেছে একেবারে। কেউ কাউতে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতে নারাজ। পরেশ অধিকারী তো সাফ জানিয়ে দিলেন, এবার আর বিজেপি ১৯-এর লিড ধরে রাখতে পারবে না। আমিই জিতব। দধিরাম তো আমার হাতেই তৈরি। আর দধিরাম বলেন, লক্ষ্যভেদ কিন্তু অর্জুনই করেছিল, দ্রোনাচার্য নন। কৌশলের সব পাঠই আমার জানা।

বাংলার কুরুক্ষেত্রে গুরু-শিষ্যের লড়াই এবার শিলিগুড়িতেও

বাংলার কুরুক্ষেত্রে গুরু-শিষ্যের লড়াই এবার শিলিগুড়িতেও

শিলিগুড়িতে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তাঁরই শিষ্য শঙ্কর ঘোষ। তিনি সম্প্রতি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই প্রার্থী হয়েছেন। এখানে লড়াই ত্রিমুখী। বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। তবে সেই লড়াই ছাপিয়ে বিজেপি প্রার্থী শিষ্য শঙ্কর ঘোষের সঙ্গে গুরু অশোক ভট্টাচার্যের লড়াই এখানে জমজমাট হয়ে উঠেছে।

ময়নায় প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, নুসরতের রোড শো থেকে হামলার অভিযোগময়নায় প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, নুসরতের রোড শো থেকে হামলার অভিযোগ

English summary
Dronacharya versus Arjun will face to face in West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X