For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিপুর দায়রা ও জেলা আদালতে জোড়া মামলা রাজীব কুমারের

এবার সারদা মামলায় আলিপুর দায়রা ও জেলা আদালতে জোড়া মামলা নিয়ে দ্বারস্থ হল কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।

  • |
Google Oneindia Bengali News

এবার সারদা মামলায় আলিপুর দায়রা ও জেলা আদালতে জোড়া মামলা নিয়ে দ্বারস্থ হল কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগাম জামিনের আবেদন নিয়ে একটি মামলা দায়ের হয়েছে আলিপুর জেলা আদালতে আগামিকাল এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

আলিপুর দায়রা ও জেলা আদালতে জোড়া মামলা রাজীব কুমারের

অন্য মামলাটি দায়ের হয় আলিপুর দায়রা আদালতে সেখানে কেভিয়েট করে রাজীবের আবেদন যাতে সিবিআই এর এক তরফা বক্তব্য শুনে কোনও নির্দেশ না দেওয়া হয়। যাতে যেকোনো মামলায় রাজীব কুমারের বক্তব্যও শোনে আদালত। এই দুটি মামলার ক্ষেত্রেই রাজীবের আবেদনের ভিত্তিতে মামলা গ্রহণ করে আদালত।

উল্লেখ্য, গতকালই রাজিব কুমারের আগাম জামিনের মামলা ফেরায় বারাসাত আদালত। এক্তিয়ার না থাকায় ৪৩৮ধারায় বারাসতের এমপি এমএলএ আদালতে আগাম জামিনের আবেদন গ্রহণ করতে পারেনা বলে জানান বিশেষ আদালতের বিচারক সঞ্জীব দারুকা। সঞ্জীব দারুকা নিজের এজলাস থেকে রাজীবের আইনজীবীকে ফেরানোর পর জেলা আদালতে আবেদন করেন রাজীবের আইনজীবীরা।

সেখান থেকেও ফিরতে হয় রাজীবের আইনজীবীদের। রাজীব কুমারের বিরুদ্ধে অধিকাংশ মামলাই যেহেতু দক্ষিণ ২৪ পরগনার আলিপুর আদালতে নথিভুক্ত। বেশিরভাগ চার্জশিট যেহেতু ওই আদালতেই, তাই এ মামলার বিচারে এক্তিয়ার নেই বারাসাত আদালতের, মঙ্গলবার এই যুক্তিতেই মামলা ফিরিয়ে দেয় বারাসত জেলা আদালত।

[পুজোর আগেই কলকাতায় অমিত শাহ! পুজো উদ্বোধনের সংখ্যা নিয়ে জল্পনা][পুজোর আগেই কলকাতায় অমিত শাহ! পুজো উদ্বোধনের সংখ্যা নিয়ে জল্পনা]

বিচারক সঞ্জীব দারুকা জানান, রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিশেষ আদালত দিতে পারে না। এটা এই আদালতের এক্তিয়ারে নেই।

 [মোদীর সঙ্গে দিদির সাক্ষাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তৃণমূলের অনেক নেতাই] [মোদীর সঙ্গে দিদির সাক্ষাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তৃণমূলের অনেক নেতাই]

English summary
Double petition filed by Rajeev Kumar in respect of Saradha Scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X