বসিরহাটে রাস্তায় পড়ে থাকা সদ্যোজাতের প্রাণ বাঁচাল সারমেয়
রবিবার সন্ধ্যেবেলা বসিরহাট চাঁপাপুকুর রোডের পথের ধারে তিন দিনের সদ্যোজাত কন্যা সন্তান পড়ে ছিল। পথ চলতি মানুষ ওই রাস্তা দিয়ে গেলেও তাদের কোনওরকম নজরে আসেনি। কিন্তু একটি সারমেয় চিৎকারে করছিল বারবার। গ্রামবাসীদের তখন সন্দেহ হয়। ছুটে গিয়ে সকলে দেখেন একটি সদ্যোজাতকে আগলে রেখেছে কুকুর।

স্থানীয় জলিল মোল্লা সহ গ্রামবাসীরা সদ্যোজাত শিশু কন্যাকে তখন উদ্ধার করে পরিচর্যা করে। স্থানীয় প্রশাসনের সাহায্যে নিয়ে পরে চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠায়।
[দিনের বাছাই করা সেরা ছবিগুলি দেখুন একঝলকে]
গ্রামবাসীরা মাটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে গিয়ে ওই তিনদিনে জীবিত শিশু কন্যাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। সেখানে শিশুটির চিকিৎসা হয়। তারপরে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন হাতে তুলে দেওয়া হবে। স্বেচ্ছাসেবি সংগঠনের সম্পাদক কুতুবউদ্দিন সাহাজি ও তমাল রায় বলেন, পরবর্তী সময়ে সুস্থ শিশুটিকেও হোমে পাঠানোর জন্য সবরকম ব্যবস্থা করেছেন।
শিশুর পরিচয় বা ঠিকানা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মাটিয়া থানা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। শিশুটিকে বাঁচানো সারমেয়টিকে বিশেষ আতিথেয়তা করছেন সাধারণ মানুষ।