For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর অভিমান কি ঘোচাতে পারলেন ‘মুশকিল আসান’ পিকে! প্রশ্নে মমতার বার্তা

শুভেন্দুর অভিমান কি ঘোচাতে পারলেন ‘মুশকিল আসান’ পিকে! প্রশ্নে মমতার বার্তা

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীকে নিয়ে মাথাব্যথা বাড়ছে তৃণমূলের। ক্রমইে সংঘাত বাড়ছে তৃণমূল ও শুভেন্দু অধিকারীর মধ্যে। এই অবস্থায় হঠাৎ ভোট কৌশলী প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারীর বাড়িতে হাজির হলেন। শুভেন্দু না থাকায় ফোনেই কথা হল উভয়ের। কিন্তু প্রশান্ত কিশোরের এই উদ্যোগে কি মান-অভিমান মিটবে শুভেন্দুর?

তৃণমূলে শুভেন্দু অধিকারীকে নিয়ে ধন্দ

তৃণমূলে শুভেন্দু অধিকারীকে নিয়ে ধন্দ

দীর্ঘ প্রায় তিনমাস ধরে তৃণমূলে বেসুরো বাজছেন শুভেন্দু অধিকারী। তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার না করলেও, তাঁর সাম্প্রতিক ক্রিয়াকলাপ নিয়ে ধন্দ তৈরি হচ্ছে। সম্প্রতি নন্দীগ্রাম দিবসকে কেন্দ্র করে দূরত্ব আরও বেড়েছে, শুভেন্দুর বক্তব্যেও অন্য সুর শোনা যাচ্ছে।

তৃণমূলের ভোট কৌশলী স্বয়ং ময়দানে

তৃণমূলের ভোট কৌশলী স্বয়ং ময়দানে

এরপরই কালবিলম্ব না করে তৃণমূলের ভোট কৌশলী স্বয়ং ময়দানে নামলেন। তিনি চেষ্টা করলেন শুভেন্দুকে ফের তৃণমূলের সরল পথে ফিরিয়ে আনতে। এখন তিনি মুশকিল আসান হয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু আদতে তা হতে পারবেন কি না, তা সময়ই বলবে। অধিকারী বাড়িতে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে কথা এবং ফোনে শুভেন্দুর সঙ্গে কথা বলার কী ফল মিলল, সেটাই দেখার।

শুভেন্দুর সঙ্গেও প্রশান্ত কিশোরের কথা

শুভেন্দুর সঙ্গেও প্রশান্ত কিশোরের কথা

প্রশান্ত কিশোর যে সময় শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়েছিলেন, তখন তিনি উপস্থিত ছিলেন না। ছিলেন শুভেন্দুর বাবা তথা জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী। শিশির অধিকারীর সঙ্গে কথা হয় প্রশান্ত কিশোরের। পরে জানা যায় শুভেন্দুর সঙ্গেও প্রশান্ত কিশোরের কথা হয়েছে, তবে তা হয়েছে ফোনে। এ বিষয়ে অবশ্য কেউই কোনও বিবৃতি দেয়নি।

প্রশান্ত কিশোরের আগমনে শুভেন্দুর মান ভাঙল!

প্রশান্ত কিশোরের আগমনে শুভেন্দুর মান ভাঙল!

শুভেন্দুর বাড়িতে প্রশান্ত কিশোরের এই আগমনকে কেন্দ্র করে জল্পনা বহুগুণ বেড়েছে। আপাতভাবে মনে হয়েছে, প্রশান্ত কিশোরের এই হঠাৎ আগমন শুভেন্দুর মান ভাঙাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়তো প্রশান্ত কিশোর এসেছিলেন। তিনি শুভেন্দুকে কী বার্তা দিলেন, তা নিয়েই এখন ধন্দে রাজনৈতিক মহল।

প্রশান্ত কিশোর-শিশির অধিকারী বৈঠক ও শুভেন্দু

প্রশান্ত কিশোর-শিশির অধিকারী বৈঠক ও শুভেন্দু

প্রশান্ত কিশোরের সঙ্গে শিশির অধিকারীর প্রায় দেড় ঘণ্টা কথা হয়েছে। তা নাকি আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই বলে জানা গিয়েছে। শুভেন্দুর ব্যাপারে তাঁদের মধ্যে আদৌ আলোচনা হয়েছে কি না বা প্রশান্ত কিশোর শুভেন্দুর সঙ্গে ফোনে কোনও আলাপচারিতা করেছেন কি না, তার প্রমাণ্য তথ্য মেলেনি।

মমতার তরফে কি কোনও বার্তা পেলেন শুভেন্দু

মমতার তরফে কি কোনও বার্তা পেলেন শুভেন্দু

এখন শুভেন্দু অধিকারী ইস্যু নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরাও তটস্থ। তিনি কী করবেন, কোথায় যাবেন, কী হবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ? তা নিয়ে চর্চার মধ্যেই আরও একচা আলোচনা জায়গা করে নিল যে, পিকের এই হঠাৎ আগমনের পর শুভেন্দু কি নরম হবেন? তিনি কি ধন্দ না বাড়িয়ে ফের তৃণমূলের ব্যাটন তুলে নিয়ে মিশন একুশে নামবেন? মমতার কী বার্তা তিনি পেয়েছেন, তাঁর উপরই এখন নির্ভর করছে সবকিছু!

English summary
Does Prashant Kishor end the distraction of Subhendu Adhikari before 2021 Assembly Election?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X