For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জটিল অস্ত্রোপচারে সাফল্যে, শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম

জটিল অস্ত্রোপচারে সাফল্য এসএসকেএম-এ। প্রাণ বাঁচল বছর ছয়েকের শিশুর। গলায় আটকে থাকা পেনের ঢাকনা বের করার পর শিশুটি ফিরে যাবে এবার মুর্শিদাবাদের বাড়িতে।

  • |
Google Oneindia Bengali News

জটিল অস্ত্রোপচারে সাফল্য এসএসকেএম-এ। প্রাণ বাঁচল বছর ছয়েকের শিশুর। গলায় আটকে থাকা পেনের ঢাকনা বের করার পর শিশুটি ফিরে যাবে এবার মুর্শিদাবাদের বাড়িতে।

জটিল অস্ত্রোপচারে সাফল্যে, শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম

৬ বছরের শিশু শাহজামাল শেখ। খেলতে খেলতে পেনের ঢাকনা গিলে ফেলেছিল সে। এর পরেই সমস্যার শুরু। গলায় আটকে থাকা পেনের ঢাকনা নিয়েই মুর্শিদাবাদের শক্তিপুরের বাসিন্দা শিশুটিকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যালে। সেখানেই সর্দির চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা।

আসল রোগ ধরতে না পারায় শিশুটির অবস্থা খারাপ হতে শুরু করে। শ্বাসকষ্ট বাড়তে থাকায় শিশুটিকে এসএসকেএম-এ রেফার করা হয়।

জটিল অস্ত্রোপচারে সাফল্যে, শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম

এসএসকেএম-এর জরুরি বিভাগে পরীক্ষার সময়ও চিকিৎসকরা গলায় আটকে থাকা পেনের ঢাকনাটি ধরতে পারেননি। পরে শিশুটির আকার ইঙ্গিত এবং অবশ্যই ব্রঙ্কোস্পোপিতে গলায় পেনের আটকে থাকার বিষয়টি ধরা পড়ে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ৬ বছরের শাহজাহান শেখের অস্ত্রোপচার করা হয়। বের করা হয় ছয় ইঞ্চি পেনের ঢাকনা।

বৃহস্পতিবার সকালে শিশুটির পরীক্ষা করা হয়। সে সুস্থই আছে। আবার দুপুরের দিকে একবার পরীক্ষার পর সুস্থ বুঝলে শিশুটিকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

English summary
Doctors from SSKM hospital cured a child from Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X