For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবিতকে 'মৃত' ঘোষণা, হুলস্থুল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বাংলা
মালদহ, ২০ অগস্ট: জীবিত রোগিণীকে দিব্যি মৃত বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। হাপুস নয়নে কেঁদে বাড়ির লোকেরা যখন তাঁকে সৎকার করতে নিয়ে যাবেন, দেখলেন নিঃশ্বাস পড়ছে! আর তার জেরেই হুলস্থুল বাধল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

মালদহের ইংরেজবাজারের বাসিন্দা সুনীল সরকার গত সোমবার সন্ধেবেলা তাঁর স্ত্রী মমতা সরকারকে ভর্তি করেছিলেন হাসপাতালে। জ্বরের পাশাপাশি ওই মহিলার তীব্র শ্বাসকষ্টও হচ্ছিল। মঙ্গলবার দুপুরে অনিমেষ মণ্ডল নামে এক ডাক্তার রাউন্ডে এসে মমতাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। লিখে দেওয়া হয় ডেথ সার্টিফিকেটও। বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়ে আছড়াআছড়ি শুরু করেন। কান্নাকাটির আবহে যখন রোগিণীর দেহ ট্রলিতে তোলা হচ্ছে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, তখনই একজন লক্ষ্য করেন বুকটা যেন ওঠানামা করছে। তিনি বাকিদের বলেন। হইচই শুরু হলে অন্তত দু'জন ডাক্তার ছুটে আসেন। তাঁরা নাড়ি দেখে বলেন, মহিলা বেঁচে আছেন।

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। হাসপাতাল কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। যে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, তার খোঁজ শুরু হয়। যদিও তাঁকে তখন পাওয়া যায়নি। হাসপাতালের সুপার এম এ রশিদ বলেন, "এমন ঘটনা কখনওই কাম্য নয়। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলাকে সিসিইউ-তে রাখা হয়েছে।"

English summary
Doctor declares living patient dead, ruckus in Malda Medical College
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X