For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওসি-র বিরুদ্ধে চড়ের অভিযোগ ঘিরে হুঁশিয়ারি চিকিৎসকদের, পাল্টা দাবি পুলিশের

অভিযোগ, সিএমআরআই-তে চিকিৎসাধীন ওসি পুলক দত্ত চড় মারেন জুনিয়ার চিকিৎসক শ্রীনিবাসকে। ঘটনার অভিযোগের জেরে ব্যাপক ক্ষুব্ধ চিকিৎসকমহল, তথা চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স ।

  • |
Google Oneindia Bengali News

অভিযোগ, সিএমআরআই-তে চিকিৎসাধীন ওসি পুলক দত্ত চড় মারেন জুনিয়ার চিকিৎসক শ্রীনিবাসকে। ঘটনার অভিযোগের জেরে ব্যাপক ক্ষুব্ধ চিকিৎসকমহল, তথা চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স । সংগঠনের তরফে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছে আইএমএ ।

ওসি-র বিরুদ্ধে চড়ের অভিযোগ ঘিরে হুঁশিয়ারি চিকিৎসকদের, পাল্টা দাবি পুলিশের

অভিযুক্ত যাদবপুর থানার ওসি পলক দত্তের বিরুদ্ধে ডিসি সাউথের কাছে অভিযোগও জানানো হয় চিকিৎসকদের তরফে। চিকিৎসকদের সাফ দাবি, ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন তাঁরা। এদিকে, চিকিৎসকদের জয়েন্ট প্ল্যাটফর্মের তরপে জানানো হয়েছে গত দে়ড বছরে ব্যাপক হারে চিকিৎসকদের নিগ্রহের ঘটনা বেড়েছে রাজ্যে।আর সেই ঘটনাবলীর তালিকায় যুক্ত হয়েছে ওসির বিরুদ্ধে এমন অভিযোগ। এদিকে, ওসি পুলক দত্ত চিকিৎসাধীন অবস্থায় কীভাবে চড় মারতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক নয়া পোস্ট-এ প্রশ্ন তোলা হয়েছে, যেখানে ওসির একহাতে ব্যান্ডেজ অন্য হাতে স্যালাইন চলছে , সেখানে কীভাবে তিনি একজন চিকিৎসকে মারধর করতে পারেন?

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পড়ে গিয়ে ডানহাতে চোট পেয়ে সিএমআরআইতে ভর্তি হন ওসি পুলক দত্ত। গতকাল তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁর খোঁজ খবর নিতে যান। তখন চিকিৎসকের সঙ্গে কথা বলার সময় আচমকা উত্তেজিত হয়ে পড়েন ওসি। আর তখনই তিনি চিকিৎসক শ্রীনিবাসকে মারধর করেন বলে অভিযোগ । ঘটনার জেরে ব্যাপক ক্ষুব্ধ চিকিৎসকমহল।

English summary
Doctor association fumes on assault case of oc pulak dutta.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X