কবিগুরু রবীন্দ্রনাথের নামে ডাইনোসরের প্রজাতি রয়েছে! আপনি জানতেন কি
বাঙালির চিন্তন, মনন ও যাপনের এক অবিচ্ছেদ্য অংশে যুগের পর যুগ ধরে জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তিনি শুধু মাত্র একজন বিশ্বখ্যাত সাহিত্যিকই না, দেশের প্রথম নোবেল জয়ীও বটে। ভারত-বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের জাতীয় সংগীতের স্রষ্টাও তিনি।

অজস্র পথ ঘাটের পাশাপাশি দুই বাংলা জুড়ে রয়েছে বিশ্বকবির নামাঙ্কিত একাধিক সরকারি ভবন, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়। কিন্তু তাই বলে এবার বিশ্বকবির নামে ডাইনোসর?
গত ২২শে অক্টোবর ভারতীয় বিদেশ দফতরের আধিকারিক পারভিন কাসওয়ান ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করে লেখেন, " আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি ডাইনোসর রয়েছে?’ মুহূর্তের মধ্যে পোস্টটি ট্যুইটারে ভাইরাল হয়ে যায়। শোরগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে।
সূত্রের খবর, এর পরে কবিগুরুর নামে নামাঙ্কিত ডাইনোসরটির কঙ্কালের নাম প্রকাশ করে ওই আইএফএস অফিসার লেখেন, বারাপাসরাস টেগোরি নামের ওই প্রাগৈতিহাসিক প্রাণিটির আনুমানিক দৈর্ঘ্য ১৮ মিটার ও ওজন প্রায় ৭ টন। ১৯৬০ সালে ভারতের আদিলবাদ জেলা থেকে উদ্ধার করা হয় বারাপাসরাস টেগোরি নামের ডাইনোসরের কঙ্কালটি। আর এটিই ছিলো ভারতে পাওয়া প্রথম ডাইনোসরের কঙ্কাল।