For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে 'তিতলি'! ঘূর্ণিঝড়ের আগে-পরে কী করা উচিত, কী উচিত নয়, জানাল এনডিএমএ

ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তিতলি। এগোচ্ছে বাংলার দিকে। এই অক্টোবর থেকে ডিসেম্বর, প্রতিবছরই একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে পরে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত

  • |
Google Oneindia Bengali News

ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তিতলি। এগোচ্ছে বাংলার দিকে। তবে এই অক্টোবর থেকে ডিসেম্বর, প্রতিবছরই একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে পরে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। ক্ষতি কমাতেই এই সাবধানতা নেওয়া দরকার, বলছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।

ঘূর্ণিঝড়ের আগে

ঘূর্ণিঝড়ের আগে

১) গুজব উপেক্ষা করুন। শান্ত থাকুন। আতঙ্কিত হবেন না

২) যোগাযোগ রক্ষায় আগে থেকেই মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, এসএমএস ব্যবহার করুন
৩) আবহাওয়ার সর্বশেষ খবরের জন্য রেডিও, টিভি, খবরের কাগজে নজর রাখুন
৪) নথি ও মূল্যবান জিনিসপত্র জলরোধী করতে ব্যবস্থা রাখুন
৫) নিরাপত্তা ও বাঁচার জন্য আপতকালীন ব্যবস্থা তৈরি রাখুন
৬) বাড়িকে সুরক্ষিত রাখুন, সময়মতো সারানোর কাজ করুন

৭) কোনও ধারালো জিনিসপত্র খোলা অবস্থায় রাখবেন না
৮) বাড়িতে গৃহপালিত পশু থাকলে তাদের ছেড়ে রাখুন

মৎস্যজীবীদের জন্য

মৎস্যজীবীদের জন্য

১) রেডিও সেটের জন্য আলাদা করে ব্যাটারি রেডি রাখুন

২) নৌকা সুরক্ষিত স্থানে বেধে রাখুন
৩) সাহস করে সমুদ্রে একেবারেই নয়

ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ে ( ঘরের মধ্যে হলে)

ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ে ( ঘরের মধ্যে হলে)

১) ইলেকট্রিক মেন সুইচ বন্ধ করে দিন। গ্যাসের সুইচও অফ রাখুন

২) দরজা, জানলা বন্ধ রাখুন
৩) যদি আপনার বাড়ি সেরকম সুরক্ষিত না মনে হয়, তাহলে ঘূর্ণিঝড়ের আগেই সেই জায়গা ত্যাগ করুন
৪) রেডিও শুনতে থাকুন
৫) ফুটানো জল ক্লোরিন দিয়ে খান
৬) শুধুমাত্র সরকারি নিষেধাজ্ঞায় বিশ্বাস রাখুন

ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ে ( ঘরের বাইরে হলে)

ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ে ( ঘরের বাইরে হলে)

১) তুলনামূলক খারাপ বাড়িতে আশ্রয় নেবেন না

২) বিদ্যুৎবাহী তার খুঁটি ও তারের দিকে নজর রাখুন
৩) খুব তাড়াতাড়ি তুলনামূলক নিরাপদ জায়গায় আশ্রয় নিন

English summary
Do's and Don'ts BEFORE and AFTER a cyclonic storm, NDMA released a list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X