For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ ২৪ পরগনা ভেঙে ৩ পুলিশ জেলা, দায়িত্বে ৪ পুলিশ সুপার

এক পুলিশ সুপারের অধীনে দুই বা ততোধিক অতিরিক্ত পুলিশ সুপার থাকতেন। এবার এক পুলিশ সুপারের অধীনেই থাকবেন তিন তিনজন পুলিশ সুপার।

Google Oneindia Bengali News

কলকাতা, ১০ মার্চ : এক পুলিশ সুপারের অধীনে দুই বা ততোধিক অতিরিক্ত পুলিশ সুপার থাকতেন। এবার এক পুলিশ সুপারের অধীনেই থাকবেন তিন তিনজন পুলিশ সুপার। দক্ষিণ ২৪ পরগনাকে তিনটি পুলিশ জেলায় ভেঙে এই অভিনব প্রশাসনিক ব্যবস্থা তৈরি করা হচ্ছে। ফলে এই এক জেলাতেই চারজন পুলিশ সুপারকে কাজ করতে দেখা যাবে এবার।

আজ, শুক্রবার থেকেই নতুন তিনটি পুলিশ জেলায় ভাঙা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনাকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার কাজে গতি আনার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ছোট ছোট পুলিশ জেলায় ভাঙা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনাকে। ওয়াকিবহাল মহল মনে করছে, সম্প্রতি ভাঙড় ও বিষ্ণুপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই পথে হাঁটছে রাজ্য প্রশাসন।

দক্ষিণ ২৪ পরগনা ভেঙে ৩ পুলিশ জেলা, দায়িত্বে ৪ পুলিশ সুপার

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনাকে ভেঙে তিনটি পুলিশ জেলা করা হচ্ছে ডায়মন্ড হারবার, বারুইপুর ও কাকদ্বীপকে। তিনটি জেলাতেই আলাদা আলাদা পুলিশ সুপার নিয়োগও করা হচ্ছে। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার করা হচ্ছে এইচ প্রসাদকে। অরিজিৎ সিনহা হচ্ছেন বারুইপুর পুলিশ সুপার, আর কাকদ্বীপের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হচ্ছে তথাগত বসুকে।

তিনজনকেই শুক্রবার থেকে দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে। এই তিন পুলিশ সুপারকে নিয়ন্ত্রণ করবেন দক্ষিণ ২৪ পরগনা বর্তমান পুলিশ সুপার সুনীল চৌধুরী। এই ব্যবস্থায় প্রশাসনের কাজে গতি আসবে বলেই মনেই করছেন প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রামকে প্রথম পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা হয়। যদিও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার দায়িত্ব সামলাচ্ছেন এক পুলিশ সুপারই। ০ক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে অবশ্য চার পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

English summary
District South 24 Pargana is broken to 3 police district from today. Four police superintendent in charge of one complete district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X