For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংক্রমণ রুখতে জেলায় জেলায় ফের টোটাল লকডাউন! আলাদা করে প্রথমে নাম মালদহের

সংক্রমণ রুখতে রাজ্যে ফের টোটাল লকডাউন! আলাদা করে ঘোষণা বিভিন্ন এলাকায়

Google Oneindia Bengali News

ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। জেলাগুলিতেও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে একসপ্তাহের জন্য ইংরেজ বাজার ও পুরাতন মালদহ শহরে এক সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। বুধবার থেকে সপ্তাহব্যাপী এই লকডাউন শুরু হচ্ছে।

বন্ধ থাকবে সব কিছু

বন্ধ থাকবে সব কিছু

এই সময়ের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। জানানো হয়েছে প্রশাসনের তরফে। তালিকা থেকে ওষুধের দোকানকে বাদ দেওয়া হয়েছে।

বন্ধ থাকবে যানবাহন

বন্ধ থাকবে যানবাহন

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেসরকারি যানবাহনও বন্ধ থাকবে। সরকারি সূত্রে বলা হয়েছে, রাজ্য সরকারের বাসগুলি গৌড়কন্যা টার্মিনাল থেকে ছাড়ার পর দুই শহরের যে কোনও একটিতে দাঁড়াবে। সাইকেল রিক্সা এবং ই-রিক্সাও বন্ধ থাকবে।

কিছু ক্ষেত্রে ছাড়

কিছু ক্ষেত্রে ছাড়

তবে নির্দিষ্ট তিনটি জায়গায় বেশ কিছু রিক্সা রাখা হবে। যা জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে। ইংরেজ বাজারে সবজির বাজার জেলা সদর দফতর বেলা ১১ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে।

মালদহে করোনা সংক্রমণ

মালদহে করোনা সংক্রমণ

স্বাস্থ্য দফতরের সোমবারের রিপোর্ট অনুযায়ী, নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছেন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮৫৯ জন। রোগ মুক্তি ঘটেছে ৫২৪ জনের। যাঁদের মধ্যে সোমবার ছাড়া পেয়েছেন ১৮ জন। এখনও পর্যন্ত মালদহে মৃত্যু হয়েছে ৪ জনের।

রেমডেসিভিরের প্রয়োগে উন্নতি হয়েছে আশঙ্কাজনক করোনা আক্রান্তদের, মত অসমের স্বাস্থ্যমন্ত্রীর রেমডেসিভিরের প্রয়োগে উন্নতি হয়েছে আশঙ্কাজনক করোনা আক্রান্তদের, মত অসমের স্বাস্থ্যমন্ত্রীর

English summary
District administration of Malda announces total shutdown in parts of Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X