For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালিয়াগঞ্জের উপনির্বাচন নিয়ে জোর আলোচনা! তৃণমূল কংগ্রেসের আলোচনায় উঠে এল যেসব হেভিওয়েটের নাম

উপনির্বাচনে কালিয়াগঞ্জ নিয়ে জোর আলোচনা তৃণমূল শিবিরে। তারা বিজেপির কাছে হারতে কিংবা আর কিছু হারাতে রাজি নয়।

  • |
Google Oneindia Bengali News

উপনির্বাচনে কালিয়াগঞ্জ নিয়ে জোর আলোচনা তৃণমূল কংগ্রেস শিবিরে। তারা বিজেপির কাছে হারতে কিংবা আর কিছু হারাতে রাজি নয়। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করেছেন জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা হয়েছে, জেলার তিন গুরুত্বপূর্ণ নেতা কানাইয়ালাল আগরওয়াল, অমল আচার্য এবং গোলাম রব্বানির সঙ্গে। প্রার্থী হিসেবে তিনজনের নাম উঠে এসেছে বলে খবর।

কালিয়াগঞ্জ নিয়ে আলোচনা

কালিয়াগঞ্জ নিয়ে আলোচনা

উপনির্বাচনে রাজ্যের তিন আসনকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমমূল কংগ্রেস। দেখছেন সর্বোচ্চ নেত্রী। তিনি ইতিমধ্যেই দলের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী, কানাইয়ালাল আগরওয়াল, অমল আচার্য এবং গোলাম রব্বানির সঙ্গে।

আলোচনায় উঠেছে ৩ নাম

আলোচনায় উঠেছে ৩ নাম

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের সর্বোচ্চ পর্যায়ে আলোচনায় কালিয়াগঞ্জ নিয়ে ৩ টি নাম উঠে এসেছে। সেই তালিকায় রয়েছেন, উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি করিতা বর্মণ, দধি দেবশর্মা-সহ তিনজন। তবে এব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে।

আগে কানাইয়ালাল আগরওয়ালের যুক্তি

আগে কানাইয়ালাল আগরওয়ালের যুক্তি

সূত্রের খবর অনুযায়ী, মাস তিনেক আগে নিজের বক্তব্যে সমর্থনে যুক্তিও খাঁড়া করেছিলেন কানাইয়ালাল আগরওয়াল। তাঁর দাবি, রায়গঞ্জ লোকসভায় বিজেপির কাছে হার হলেও এই বিধানসভায়
তৃণমূলের সংগঠন খুবই ভাল। তার সঙ্গে কংগ্রেসের ভোট যোগ হলে বিজেপিকে হারানো যেতে পারে। গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রায় ৬১ হাজারের মতো ভোট পেয়েছিল। অন্যদিকে, কংগ্রেস পেয়েছিল প্রায় ১৮ হাজারের মতো ভোট। তবে সমগ্র রায়গঞ্জে তারা ছিল চতুর্থ স্থানে। তাই বিজেপিকে রুখতে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের কাছে জোটের প্রস্তাব দিয়েছিলেন কানাইয়ালাল আগরওয়াল।

জোটপ্রস্তাব খারিজ করে কংগ্রেস

জোটপ্রস্তাব খারিজ করে কংগ্রেস

তবে কংগ্রেসের তরফে তৃণমূলের প্রস্তাব খারিজ করে দেওয়া হয় বলে সূত্রের খবর। জেলা কংগ্রেসের তরফে জানানো হয়, এই কেন্দ্রে তাদের সঙ্গে জোট হবে বামেদের।

<strong>উপনির্বাচনে তৃণমূলের টার্গেটে খড়গপুর সদর! প্রার্থী করা হতে পারে প্রাক্তন মন্ত্রীকে</strong>উপনির্বাচনে তৃণমূলের টার্গেটে খড়গপুর সদর! প্রার্থী করা হতে পারে প্রাক্তন মন্ত্রীকে

English summary
Discussion is going on among TMC over candidature of Kaliagunge in North Dinajpur. Mamata Banerjee already discussed this matter with Subhendu Adhikari and district leadership.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X