For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপর্যয় মোকাবিলা দলের তুঘলকিপনা, গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধারে ২০ লিটার পেট্রল দাবি

বিপর্যয় মোকাবিলা দফতরের তুঘলকিপনা। গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধারে এসে পরিজনদের কাছেই পেট্রল চেয়ে বসলেন ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

দক্ষিণেশ্বর, ২১ অক্টোবর : বিপর্যয় মোকাবিলা দফতরের তুঘলকিপনা। গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধারে এসে পরিজনদের কাছেই পেট্রল চেয়ে বসলেন ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। তেল পুড়ল দিনভর, কিন্তু দেহ উদ্ধার হল না। শেষপর্যন্ত স্থানীয় যুবকেরাই দক্ষিণেশ্বরের ঘাটের অদূরে গঙ্গাবক্ষ থেকে উদ্ধার করল বন্ধুর দেহ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। গঙ্গায় বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। বন্ধুরা অনেক চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেনি স্রোতের টান থেকে। খবর দেওয়া হয়েছিল স্থানীয় থানায়। থানার মধ্যস্থতাতেই গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের খোঁজে বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনীকে খবর দেওয়া হয়েছিল।

বিপর্যয় মোকাবিলা দফতরের তুঘলকিপনা, গঙ্গায় তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধারে ২০ লিটার পেট্রল দাবি

খবর দেওয়ার পরই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ স্পিডবোট পাঠায় ঠিকই, কিন্তু সদস্যরা ঘটনাস্থলে এসেই শোকার্ত পরিজনদের কাছে ২০ লিটার পেট্রল চেয়ে বসে। তাজ্জব বনে যান বন্ধুরা। যদিও বন্ধুর প্রাণ বাঁচাতে তাঁরা ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যদের দাবিমতো পেট্রল কিনে দেন।

তবে দিনভর গঙ্গাবক্ষে স্পিডবোটে তল্লাশি চালিয়েও সৌম্যজিৎ এর দেহ উদ্ধার করতে পারেনি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। শেষপর্যন্ত বন্ধুরাই উদ্ধার করে সৌম্যজিতের দেহ।

English summary
Disaster management team demand 20 litre petrol from victim family at west bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X