For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাবি ৩০ দফা! জলপাইগুড়িতে ভোট বয়কটের ডাক প্রতিবন্ধী সংগঠনের

সুপ্রিম কোর্টের নির্দেশের দুবছর পরেও নিযুক্ত করা হয়নি প্রতিবন্ধিকতাযুক্ত ব্যক্তিদের। প্রতিবন্ধী অধিকার আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভোট বয়কটের ডাক প্রতিবন্ধী সংগঠনের ।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের নির্দেশের দুবছর পরেও নিযুক্ত করা হয়নি প্রতিবন্ধিকতাযুক্ত ব্যক্তিদের। প্রতিবন্ধী অধিকার আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভোট বয়কটের ডাক প্রতিবন্ধী সংগঠনের । জলপাইগুড়ি জেলা শাসকের কাছে ৩০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জলপাইগুড়ি জেলা শাখা।

দাবি ৩০ দফা! জলপাইগুড়িতে ভোট বয়কটের ডাক প্রতিবন্ধী সংগঠনের

২০১৬ সালে সংসদে পাশ হয় প্রতিবন্ধকতাযুক্ত ব্যাক্তিদের অধিকার আইন। পরবর্তীতে রাষ্ট্রপতি অনুমোদন পায় এই আইন। সেই আইন আজপর্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত করা হচ্ছে না বলেই অভিযোগ। এই অভিযোগ নিয়েই জলপাইগুড়ি জেলা শাসকের কাছে ৩০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জলপাইগুড়ি জেলা শাখা। অন্য দাবিগুলো হল, ১৬ বছরের উর্দ্ধে প্রতিবন্ধীদের বিপিএল তালিকা ভুক্ত করা, ন্যাশনাল ট্রাস্ট আইনে অধীনে অটিজম , সেরিব্রাল পলসি, মানসিক অনগ্রসর ও বহুপ্রতিবন্ধকতাযুক্ত ব্যাক্তিদের অভিভাবকত্ব প্রদানের ক্ষেত্রে ব্লক স্তরে সচেতনতা শিবিরের ব্যাবস্থা করা।

[আরও পড়ুন:ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের][আরও পড়ুন:ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের]

দাবিগুলির দ্রুত সমাধানের ব্যবস্থা করা না হলে আসন্ন লোকসভা নির্বাচনে অংশ গ্রহণ করবে না সংগঠনের সদস্যরা। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সংগঠনের তরফ থেকে।

[আরও পড়ুন: পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন! রায়গঞ্জে প্রচার কানাইলাল আগরওয়ালের][আরও পড়ুন: পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন! রায়গঞ্জে প্রচার কানাইলাল আগরওয়ালের]

[আরও পড়ুন: নকুলদানার পাল্টা নুন! নিদান দিলেন বিজেপির সায়ন্ত্বন][আরও পড়ুন: নকুলদানার পাল্টা নুন! নিদান দিলেন বিজেপির সায়ন্ত্বন]

English summary
Disabled organisations call vote Boycott in Jalpaiguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X