For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলীয় নেত্রীকে এমনই 'কটাক্ষ' এক সময়ের বাম নেতা দিনহাটার উদয়ন গুহর, কেন এমন হল

পুলিশের কাজ শুধু তোলা আদায় নয়। কোনও বিরোধী নেতা-নেত্রী নন, এমনটাই বললেন দিনহাটার তৃণমূল বিধায়ক তথা পুর চেয়ারম্যান উদয়ন গুহ। এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে থানা ঘেরাও-এর হুমকি দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

পুলিশের কাজ শুধু তোলা আদায় নয়। কোনও বিরোধী নেতা-নেত্রী নন, এমনটাই বললেন দিনহাটার তৃণমূল বিধায়ক তথা পুর চেয়ারম্যান উদয়ন গুহ। এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে থানা ঘেরাও-এর হুমকি দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: পঞ্চায়েতে বিরোধীদের নিয়ে এখন থেকেই কি 'শঙ্কিত', কী বলছেন কেষ্ট মণ্ডল][আরও পড়ুন: পঞ্চায়েতে বিরোধীদের নিয়ে এখন থেকেই কি 'শঙ্কিত', কী বলছেন কেষ্ট মণ্ডল]

 দলীয় নেত্রীকে এমনই 'কটাক্ষ' দিনহাটার উদয়নের

কোচবিহারের দিনহাটায় একের পর এক বেড়ে চলেছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। বন্ধ দোকানের দরজা কিংবা শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে একাধিক। এলাকায় দু মাসে কমপক্ষে ১০ টি দোকানের চুরির ঘটনা ঘটেছে। বাদ যাচ্ছে না সাধারণের বাড়ি-ঘরও। প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পুলিশকে একাধিকবার জানিয়েও কোনও ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। এই ধরনের ঘটনার প্রতিবাদ করে দিনহাটা পুরসভার চেয়ারম্যানসহ পুর কাউন্সিলররা দিনহাটার আইসিকে ডেপুটেশন দেন।

থানা থেকে বেরিয়ে ক্ষোভ উগরে দেন উদয়ন গুহ। তিনি বলেন, মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। তোলাবাজি করা নয়। ডেপুটেশনে কাজ না হলে থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন উদয়ন গুহ।

তবে উদয়ন গুহ-র মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তাহলে কি বর্তমান দল কিংবা প্রশাসনের প্রতি সন্তুষ্ট নন একসময়ের এই বাম বিধায়ক। পুলিশকে তোলাবাদ বলে মন্তব্য করে দলীয় নেত্রীকেই তিনি কটাক্ষ করলেন বলে মনে করেছেন জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ।

English summary
Dinhata Police is engaged in extortion, claimed Udayan Guha. There is increased number of theft cases in Dinhata. He and his colleagues gave deputation at Dinhata police station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X