For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ‘জবাব’ দিতে তৈরি বিজেপিকে! কী বললেন ‘সেন্সর’ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়

দিলীপ ‘জবাব’ দিতে তৈরি বিজেপিকে! কী বললেন ‘সেন্সর’ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়

Google Oneindia Bengali News

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে 'সেন্সর' করেছেন তাঁর দলের নেতার প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে। ভিনরাজ্যের দায়িত্বে সরানোর পর তাঁর মুখে কুলুপ আঁটার ব্যবস্থা করেছেন। মঙ্গলবার এ প্রসঙ্গে তাৎপক্ষণিক প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। তিনি জানালেন, জবাব দিতে তৈরি আছেন।

দিলীপ ‘জবাব’ দিতে তৈরি বিজেপিকে! কী বললেন ‘সেন্সর’ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ নাগাড়ে বিজেপির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে যাওয়ায় তাঁর প্রতি রীতিমতো ক্ষুব্ধ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাই তিনি যাতে আর সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ্ খুলতে না পারেন, তার ব্যবস্থা করা হয়েছে। বিদেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁকে সেন্সর করা হচ্ছে।

এই সংক্রান্ত চিঠি হাতে পাননি দিলীপ ঘোষ, এমনকী এই খবর কেন্দ্রীয় কোনও নেতার তরফ থেকেও তিনি পাননি, পেয়েছেন সংবাদমাধ্যম সূত্রে। তাঁকে যে কেন্দ্রীয় বিজেপি সেন্সর করেছেন, তা সংবাদমাধ্যম থেকে জানার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, আমি জবাব জিতে তৈরি। শুধু চিঠি পাওয়ার অপেক্ষা।

জানা গিয়েছে, দিলীপ ঘোষকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগে অনেক বারই আপনাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত আপনি সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না। প্রকাশ্যে দল বা দলের নেতানেত্রীদের নিয়ে কোনও মন্তব্য করবেন না।

এই সংক্রান্ত কোনও নির্দেশ দলের তরফ থেকে দিলীপ ঘোষ না পেলেও সংবাদমাধ্যমে সেই চিঠি ছড়িয়ে পড়েছে। জেপি নাড্ডার নির্দেশ মোতাবেক চিঠি দেওয়া হয়েছে বলে দাবি। সম্প্রতি দিলীপ ঘোষের বিজেপির একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে নানা মন্তব্য করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি খোলাখউলি সমালোচনা করেন দলের বর্তমান নেতৃত্বের। তারপরই দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হল।

দিলীপ বিজেপিতে বিপাকে! একের পর এক বিতর্কিত মন্তব্যের পর 'সেন্সর’ করল দলদিলীপ বিজেপিতে বিপাকে! একের পর এক বিতর্কিত মন্তব্যের পর 'সেন্সর’ করল দল

বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও সাফ জানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ ব্যাপার, এসব নিয়ে কোনও মন্তব্য করব না। উল্লেখ্য, দিলীপ ঘোষকে বাংলার কোনও দায়িত্ব না দিয়ে তাঁকে বাংলার বাইরে আটটি রাজ্যের দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিজেপি। এই পদক্ষেপ বঙ্গ বিজেপি থেকে তাঁকে অপসারিত করার জন্য কি না, তা নিয়ে একাংশ সন্দিহান।

বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর পড়ছে না বলেই তাঁকে অন্যরাজ্যে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশও। তা নিয়ে জল্পনার মধ্যে সেন্সরের চিঠি এল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় সহ সভাপতির কাছে। দিলীপ ঘোষ সম্র্্তি বর্তমান রাজ্য সভাপতিকে অনভিজ্ঞ বলেছিলেন। বঙ্গ বিজেপি নেতৃত্বের সকলকে নিয়ে চলার ক্ষেত্রে দলের মধ্যে খামতি তৈরি হচ্ছে। তিনি মনে করেন দলের পুরনোদের সঙ্গে কথা বলা উচিত, তাঁদের ক্ষোভ নিবারণ করা উচিত। তারপরই তাঁর মুখ বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি হল।

English summary
Dilip Ghosh will give reply after getting letter of BJP says being sensor due to his controversial comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X