For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যত বড় নেতা, তত বড় জেল! কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেসকে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের

কাটমানি নিয়ে ফের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বীরভূমের লাভপুরে দলীয় সভায় তিনি বলেন, যত বড় নেতা, তার জন্যতত বড় জেল।

  • |
Google Oneindia Bengali News

কাটমানি নিয়ে ফের তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বীরভূমের লাভপুরে দলীয় সভায় তিনি বলেন, যত বড় নেতা, তার জন্য তত বড় জেল। কাটমানির নামে গরিব মানুষের টাকা লুট করা হয়েছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।

'বাড়ি গাড়ি কাটমানি থেকে'

'বাড়ি গাড়ি কাটমানি থেকে'

তৃণমূল নেতাদের বাড়ি, গাড়ি কাটমানি থেকেই। এদিন এমনটাই অভিযোগ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, একটা সময় তৃণমূল নেতারা একটা বিড়ি দুবার টানতেন। এখন দামি সিগারেট
ছাড়া তাদের চলে না। যাঁদের কিছু ছিল না, তাঁদের বাড়ি, গাড়ি হয়েছে। কোথা থেকে পেলেন টাকা, প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

 'যত বড় নেতা, তত বড় জেল'

'যত বড় নেতা, তত বড় জেল'

বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা কাটমানি ফেরতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসলে যত বড় নেতা, তার জন্য তত বড় জেলের
বন্দোবস্ত করা হবে। যত বড় নেতা হবেন, তাদের তত বেশিদিন জেলে থাকতে হবে বলেও হঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি।

'আগে টাকা ফেরত, তারপর বিজেপিতে'

'আগে টাকা ফেরত, তারপর বিজেপিতে'

দিলীপ ঘোষ বলেন, সিবিআই-এর চিঠি পেলেই তৃণমূল নেতারা বিজেপিতে ঢোকার চেষ্টা চালাচ্ছেন। বিজেপি নীতি নিয়েছে, আগে গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে, তারপর সেইসব নেতাদের
বিজেপিতে স্থান দেওয়া হবে।

<strong>[আরও পড়ুন:সেই তিহার জেলেই যেতে হচ্ছে চিদাম্বরমকে, বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের]</strong>[আরও পড়ুন:সেই তিহার জেলেই যেতে হচ্ছে চিদাম্বরমকে, বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের]

[আরও পড়ুন: এনআরসির কো-অর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর! তোলা হল নানা অভিযোগ][আরও পড়ুন: এনআরসির কো-অর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর! তোলা হল নানা অভিযোগ]

English summary
Dilip Ghosh warns TMC leaders on cut money issue from his labhpur meeting. They will pay back cut money, told Dilip Ghosh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X