For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপসীর বাবাকে টোপ দিলীপের, পালাবাদলে সিঙ্গুরকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি

মোটের উপর খুশিই বিজেপি। যতই আদালতে যাক, গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হোক বিজেপি, গেরুয়া শিবির এবার পঞ্চায়েতের পারফরম্যান্সে আশ্বস্তই।

Google Oneindia Bengali News

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করেই বাংলায় পরিবর্তনের কাণ্ডারি হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সিঙ্গুরকে কেড়ে নিতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগে নন্দীগ্রামক কাড়তে শুভেন্দু অধিকারীকে টোপ দিয়েছিলেন। সেবার সফল হননি। এবার টোপ তাপসী মালিকের বাবাকে।

ফের সিঙ্গুরেই পালাবাদল! তাপসীর বাবাকে টোপ দিলীপের

এবার কি সফল হবেন দিলীপ। পঞ্চায়েত ভোটের আগে ফের চর্চায় উঠে এসেছে সিঙ্গুর। তার কারণ সিঙ্গুরে তাপসী মালিকের বাবার এক বয়ান। সেই বয়ানকে রাজনৈতিক যুদ্ধে ব্যবহার করতে বদ্ধপরিকর বিজেপি। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দলীয় কর্মিসভা থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাপসী মালিকের বাবাকে বিজেপিতে যোগদানের আহ্বান করেন।

দিলীপ ঘোষ বলেন, মনোরঞ্জন মালিক ও তাঁর মেয়ে তাপসী মালিকের নাম করে বাংলায় ক্ষমতা দখল করেছিল তৃণমূল। অথচ আজ তাঁকে একটা টিকিট দিতে পারছে না তৃণমূল। তাই তাপসী মালিকের বাবাকে বলব, মেয়ের জন্য যদি ন্যায় চান, তবে বিজেপিতে আসুন। আপনাকে ন্যায় দিতে পারে একমাত্র বিজেপিই।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন মনোরঞ্জন মালিক তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন। দিলীপ ঘোষ এদিনও বার্তা দেন, যেখানে তাঁরা নেই, সেখানে নির্দল প্রার্থীকে সমর্থন করা হবে। তাঁর কথায় স্পষ্ট হয় নির্দল প্রার্থী হিসেবে মনোরঞ্জন মালিককে সমর্থন করতে পারে বিজেপি। তারপর তিনি যদি বিজেপিতে আসতে চান, তাও ভেবে দেখবে বিজেপি।

English summary
BJP state president Dilip Ghosh wants to accept Manoranjan Malik to BJP and make a change in Bengal from Singur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X