For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়াবাড়ি করলে এমন মার দেব সোজা জঙ্গলমহলে গিয়ে পড়বেন, বেঁফাস মন্তব্য দিলীপের

ফের বেফাঁস মন্তব্যে মাত্রা ছাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর হুঁশিয়ারিমূলক সতর্কবার্তার ভাষা নিয়ে বিতর্ক ছড়াল রাজনৈতিক মহলে।

  • |
Google Oneindia Bengali News

ফের বেফাঁস মন্তব্যে মাত্রা ছাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর হুঁশিয়ারিমূলক সতর্কবার্তার ভাষা নিয়ে বিতর্ক ছড়াল রাজনৈতিক মহলে। দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরে এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, অতি বাড়াবাড়ি করবেন না, এমন মার মারব যে আপনার বউ-বাচ্চাও চিনতে পারবেন না। হাসপাতালে পাঠিয়ে দেব, নতুবা জঙ্গলমহল বা পাহাড়ে পাঠিয়ে দেব।

দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না

দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না

দিলীপের নিদান, হাসপাতালে না পাঠিয়ে জঙ্গলমহল বা পাহাড়ে পাঠিয়ে দিলে আর বেরোতেই পারবেন না। প্রতিদিনই গণধোলাই খাবেন আপনারা। তৃণমূলের নাম না করেই নেতা-মন্ত্রীদের তোপ দেগে বলেন, মনে রাখবেন দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না। আইপিএস, আইএস, ডব্লুবিসিএস- কাউকে না। অনেক সহ্য করেছি, আর নয়। এবার পাল্টা মার।

দিলীপের আক্রমণে আরও শান

দিলীপের আক্রমণে আরও শান

দিলীপবাবু আক্রমণে আরও শান দিয়ে বলেন, আমার উপর বহুবার আক্রমণ হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, তখন কিছু বলিনি। কিন্তু আর চুপচাপ থাকব না। রাজ্যে বিজেপি নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছে। খুনখারাপি তো আছেই, উল্টে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কারও একফোঁটা চোখের জলও বৃথা হতে দেব না। কড়ায় গণ্ডা. সব হিসেব নেব।

কাউকে কোনওদিন ভয় পাইনি

কাউকে কোনওদিন ভয় পাইনি

পূর্ব মেদিনীপুরের মেছেদায় দলীয় এক কর্মসূচিতে গিয়ে সাংসদ দিলীপ ঘোষ বলেন, আমি হলাম জঙ্গলমহলের ছেলে। কাউকে কোনওদিন ভয় পাইনি, পাবও না। তাই ছেড়ে কথাও বলব না। আমি বলছি, আপনারা মেরে আসুন। যদি আপনারা বাপের ব্যাটা হন, তাহলে মার খেয়ে ফিরে আসবেন না। আর তা যদি করেন, তাহলে বিজেপি করার দম আপনাদের নেই।

মানুষ আমাদের সঙ্গে আছে : দিলীপ

মানুষ আমাদের সঙ্গে আছে : দিলীপ

দিলীপের কথায়, মনে রাখবেন মানুষ আমাদের সঙ্গে আছে। এই তো তৃণমূল লোকসভায় ৪২-এ ৪২ চার্গেট করেছিল। কী হল! মোটে ২২টা জুটেছে। মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তৃণমূলের অত্যাচার আর সহ্য করবেন না। আপনারা রুখে দাঁড়ান। মারের বদলা মার দিন। কেউ আপনাদের কিছু করতে পারবেন না।

[আরও পড়ুন:ইয়েদুরাপ্পার তিন উপমুখ্যমন্ত্রীর তালিকায় বিতর্কিত লক্ষ্মণ শিবাদি, বিতর্ক তুঙ্গে][আরও পড়ুন:ইয়েদুরাপ্পার তিন উপমুখ্যমন্ত্রীর তালিকায় বিতর্কিত লক্ষ্মণ শিবাদি, বিতর্ক তুঙ্গে]

English summary
BJP State president Dilip Ghosh uses disgusting language to attack TMC. He provokes BJP workers to create violence in West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X