For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ দফা পার হতেই 'খেলা শেষ' টুইট দিলীপের ,পোস্টে ইঙ্গিতপূর্ণ ছবি বঙ্গ বিজেপি প্রধানের

  • |
Google Oneindia Bengali News

এখনও বাকি ভোটের আরও ২ টি দফা। যদিও বাকি দুই দফার ভোট পর্ব আয়োজন নিয়ে এদিন বিশেষ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। তবে বাকি দুই দফার ভোট কীভাবে হবে সেই প্রসঙ্গের পাশাপাশি বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলেছে দিলীপ ঘোষের নয়া টুইট। ষষ্ঠদফার ভোট মিটতেই ২২ এপ্রিল রাত ১০:৩৮ মিনিটে বঙ্গ বিজেপি প্রধান একটি টুইট করেন, সেই টুইটই রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে।

 দিলীপ ঘোষের টুইট

দিলীপ ঘোষের টুইট

এখনও বাকি রাজ্যের ২ দফার ভোট পর্ব। তবে তার আগেই 'খেলা শেষ' এর বার্তা দিয়ে দিলেন দিলীপ ঘোষ! প্রসঙ্গত, তৃণমূলের ব্লকবাস্টার স্লোগান ছিল এই ভোটে 'খেলা হবে'। সেই প্রেক্ষাপটে ষষ্ঠ দফার ভোট পার করেই দিলীপর ঘোষ যে পোস্ট টি করেন, তাতে দেখা যাচ্ছে, এক্কেবারে ফুটবলের মাঠের ৯০ মিনিটের স্কোরবর্ড। সেখানে বিজেপির পাশে 'জয়ী' লেখা আর তৃণমূলের পাশে 'পরাজিত' লেখা। একটু দূরেই দিলীপ ঘোষ হাত তুলে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন। এমন ছবি এই মুহর্তে রাজ্য রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বঙ্গ বিজেপির প্রচার ও মোদী

বঙ্গ বিজেপির প্রচার ও মোদী

প্রসঙ্গত, বঙ্গ বিজেপির তরফে আজ রাজ্যের চার জায়গায় পর পর প্রচারে ঝড় তোলার কথা ছিল নরেন্দ্র মোদীর। তবে কোভিড পরিস্থিতিতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় তিনি সফর বাতিল করেন। এদিকে, বাংলার বিজেপি প্রধান এমন পরিস্থিতিতে মোদীকে অনুরধ করেন যাতে তিনি ভার্চুয়াল সভায় যোগ দেন। সেই জায়গা থেকে আজ বিকেল ৫ টার পর প্রচার পারদে ফের চমক দিতে চলেছে বিজেপি। আর তার আগে দু দফা বাকি থাকতেই দিলীপের 'খেলা শেষ' টুইট ঘিরে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

মমতার খোঁচা

মমতার খোঁচা

এর আগে গতকাল আসানসোলে একটি সভা করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় দাব করেন ৪৩ আসনের ষষ্ঠ দফার ভোট পর্বে খুব জোর বিজেপি ৪ থেকে ৫ টি আসন পাবে। এদিকে তার আগে পঞ্চম দফার ভোট শেষে বিজেপি দাবি করেছে ১৮০ আসনের মদ্যে ১২২ তেকে ১২৫ টি আসন তারা পাবে।

দিলীপের টুইট ও জল্পনা

তবে এমন পরিস্থিতির মাঝে অর্জুন গড় ও অনুব্রত গড়ে ভোট পর্ব সম্পন্ন হতেই দিলীপ ঘোষের টুইট বেশ বার্তাবহ বলে মনে করা হচ্ছে। তবে দিলীপের টুইটে তাঁর সমর্থকরা যেমন টুইটার সোল্লাশে সমর্থন জুগিয়েছেন, তেমনই বিরোধী শিবিরের দাবি 'খেলা' এখনও বাকি রয়েছে। তবে খেলা শেষে শেষ হাসি কে হাসেন , তার জবাব দেবে ২ রা মে।

English summary
Dilip Ghosh tweets Khela Sesh before 7 th Phase polling of West Bengal Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X