For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এফআইআর যখন হয়েছে ‘একুশে’ গন্ডগোল করবেনই! উসকানির পর হুঙ্কার দিলীপের

বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরও প্রচ্ছন্ন হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি।

Google Oneindia Bengali News

বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরও প্রচ্ছন্ন হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি সাফ জানালেন, তিন গন্ডগোল করতেন না, কিন্তু এফআইআর যখন হয়েছে গন্ডগোল করব। একুশে জুলাইয়ের আগে রাজ্যে ফেল অশান্তির বাতাবরণ দিলীপ-ভাষ্যে।

এফআইআর যখন হয়েছে ‘একুশে’ গন্ডগোল করবেন দিলীপ

তৃণমূলের অভিযোগ, একুশে জুলাই শহিদ দিবসের আগে অশান্তি হলে বিজেপি রাজ্য সভাপতি দায়ী থাকবেন। এই মর্মে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু তিনি যে দমে যাওয়া পাত্র নন, তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন এফআইআর যখন হয়েছে তিনি গন্ডগোল করবেন। হিম্মত থাকলে আটকে দেখান বলে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি।

শনিবার বিজেপি রাজ্য সভাপতি হুঙ্কার ছাড়েন, তৃণমূলের শহিদ সমাবেশ ফ্লপ শো হবে। এই সমাবেশকে সার্কাসের সঙ্গে তুলনা করেন তিনি। বলেন কেউ আসবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে। ধর্মতলা এবার ফাঁকা থাকবে। তৃণমূল বুঝতে পারবে, তাঁদের বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। এরপর তিনি বলেন, একজন নেতাকেও ধর্মতলায় আসতে দেওয়া হবে না।

তিনি নির্দেশ দেন জেলায় জেলায় প্রতিবাদে সামিল হন। কাটমানির টাকা না দিলে কাউকে ছাড়বেন না। তাঁর এই মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেস কড়া বিবৃতি দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানান, দিলীপবাবুদের উদ্দেশ্যই হল অশান্তি বাধানো। সেই কারণেই এ ধরনের কথা বলছেন। অশান্তি বাধানো ছাড়া ওদের কোনও কাজ নেই। আমরা ওসব ধর্তব্যের মধ্যে ধরি না।

English summary
BJP state president Dilip Ghosh threatens to create unrest situation in 21 July. TMC files FIR against Dilip Ghosh due to his cut money comment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X