For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলের পর চলবে বদলা! ‘শক্তি’ পরীক্ষার আগেই তৃণমূলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলীপের

বিজেপির রাজ্য সভাপতির প্রচ্ছন্ন হুঁশিয়ারি, রাজ্যে বদল হচ্ছেই ২০২১-এ। তবে এবার শুধু বদলই হবে না। বদলের পর বদলাও চলবে। রাজ্যের বর্তমান শাসকদলকে হুমকি দিয়েই রাখলেন দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে বিজেপির শক্তি কত, তা বুধবার বনধেই দেখাবেন দিলীপ ঘোষরা। মঙ্গলবার উত্তর দিনাজপুরের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতির প্রচ্ছন্ন হুঁশিয়ারি, রাজ্যে বদল হচ্ছেই ২০২১-এ। তবে এবার শুধু বদলই হবে না। বদলের পর বদলাও চলবে। রাজ্যের বর্তমান শাসকদলকে হুমকি দিয়েই রাখলেন দিলীপ ঘোষ।

বদলের পর চলবে বদলা! ‘শক্তি’ পরীক্ষার আগেই তৃণমূলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটাতে স্লোগান তুলেছিলেন বদলা নয় বদল চাই। আর দিলীপ ঘোষরা দাবি করছেন, ২০২১-এ রাজ্যে বদল হবে, চলবে বদলাও। তিনি এদিন বলেন, রাজ্য থেকে তৃণমূলের অপশাসনের অবসান ঘটিয়েই ছাড়ব। পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। রাজ্যে বদলের পর বদলা চলবে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখেন দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, রাজ্যে শেষের শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরও। আইনশৃঙ্খলার অবনতিই তার প্রমাণ। পুলিশ এখন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। ২০১৯-এ এই সরকারে বিদায়ঘণ্টা বেজে যাবে। আর ২০২১-এ পুরোপুরি ঝাঁপ বন্ধ হয়ে যাবে তৃণমূল নামক দোকানের। পিসি-ভাইপোর দোকানের অর্ধেক ঝাঁপ বন্ধ হবে ২০১৯-এ, বাকি অর্ধেক ২০২১-এর বিধানসভা নির্বাচনে। বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল।

[আরও পড়ুন: 'মা-ব্যাটা ডুবিয়ে ছেড়েছে কংগ্রেসকে, এবার রাজ্যে ঝাঁপ বন্ধ হবে পিসি-ভাইপোর দলের'][আরও পড়ুন: 'মা-ব্যাটা ডুবিয়ে ছেড়েছে কংগ্রেসকে, এবার রাজ্যে ঝাঁপ বন্ধ হবে পিসি-ভাইপোর দলের']

উল্লেখ্য, ইসলামপুরে গুলিবিদ্ধ ছাত্র খুনের প্রতিবাদে বনধ ডেকেছে বিজেপি। বাংলা বনধ ডেকে রাজ্যজুড়ে শক্তি প্রদর্শনের আগের দিনই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, দিল্লিতে কংগ্রেসকে ডোবাচ্ছেন মা আর ব্যাটা। এ রাজ্যে এবার তৃণমূলের ঝাঁপ বন্ধ হবে পিসি-ভাইপোর দলের।

[আরও পড়ুন: লাল বাহাদুর শাস্ত্রীর 'বিতর্কিত' মৃত্যু রহস্যের নথি কি প্রকাশ করবে কেন্দ্র! কী বলছে সিআইসি][আরও পড়ুন: লাল বাহাদুর শাস্ত্রীর 'বিতর্কিত' মৃত্যু রহস্যের নথি কি প্রকাশ করবে কেন্দ্র! কী বলছে সিআইসি]

উত্তর দিনাজপুরের হেমতাবাদে ইসলামপুরের ঘটনায় প্রতিবাদ সভা করে দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপি একটা রাজনৈতিক দল নয়, পার্টি নয়, বিজেপি হল পরিবার। এই পরিবার মানুষের সঙ্গে থাকবে, মানুষের পাশে থাকবে। কাল বনধের দিনই বিজেপি প্রমাণ করবে তাঁদের সঙ্গে কত মানুষ আছেন। তিনি বলেন, বুধবার বনধ হবে। বিজেপি তাদের শক্তি দেখিয়ে দেবে। তৃণমূল যদি বনধে বাধা দেয়, তাহলে প্রতিরোধ হবে। চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ও পুলিশকে।

[আরও পড়ুন:১০০ % আসন দখল! ৪০ বছর পর পঞ্চায়েত সমিতিতে বোর্ড মমতার দলের][আরও পড়ুন:১০০ % আসন দখল! ৪০ বছর পর পঞ্চায়েত সমিতিতে বোর্ড মমতার দলের]

English summary
BJP state president Dilip Ghosh threatens of revenge to Mamata Banerjee’ TMC. He says Bengal will be change in 2021 and BJP takes revenge of TMC,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X